আমাদের ছায়ায় ভেতর আমরাই লুকিয়ে পড়ি
কখনও-সখনও।
ছায়ার ভেতর মানুষ পোড়ে
পুড়তে পুড়তে ফিনিক্স হয়
এখনও।
রোদপানিতে ছায়া ভিজে যায়
মায়ার মাটিতে,
বন্যার ঘরকন্নায় নুনও আগুন।
আমাদের ছায়া আমাদের দীর্ঘায়িত করে
আলাপ-বিলাপে ঋদ্ধ ফাগুন।
এই বৃষ্টির দেশে কখনও কোথাও আগুন
লেগে যায়।সংসার পোড়ে,সাজানো গেরস্থালী
ছাই হয়।স্নিগ্ধ পাখির ডানায় ঘুণ
ধরে।কাদামাটিতে পন্ড সুখের পৌষালী।
এই বৃষ্টির দেশে কখনও কোথাও খরা
ঘোষিত হয়।ফুটিফাটা জমিন কাঁটাগুল্মে জেগে
ওঠে। ভাঙা জানালায় রোদঝরা
দুপুর রাতদিন।মনন তচনছ তাপের অসহ বেগে।
এই বৃষ্টির দেশে কখনও কোথাও ফুল
ফুটে ওঠে। মরমী
আমার চোখেও কুয়াশা আছে
মরি মরি সুন্দরী
চলে এসো আমার কাছে।
ট্যুরের দৃশ্যপটেও গোলাপ ফোটে
সুবাসে বাতাস জাগে
অনুভূতির আখরোটে।
পাতাল ফুঁড়ে উঠে আসে রাহুর দল
শনির দশায় মশা ওড়ে
সবখানেই বাহুবল।
পানপাত্রে লেখা থাকে আজ রোববার
কুমারী ঘিয়ের মত চটপটে
নধর খবরে বলাৎকার।
কুকুরের ডাক শুনে রোগ নির্নয় করে ডাক্তার
সাপের বিষের
একটা বর্ষা পার হওয়া মানে যেন সুপার সিরিজ জয়।
মনখারাপ রঙের মেঘ পেরিয়ে পুলকিত রোদবৃষ্টি স্নান
পান্তাভাতে মিশে যায় ঘামের নুন, নক্ষত্র পেরিয়ে যেন
জোছনার দেশে যাওয়া।
পরিচর্যার অঙ্কগুলি কষা হয় ক্যালেন্ডারের ঝুলন্ত স্মারকে,
দিন-মাসে আঁকা থাকে নিড়েনের দাগ,পরন্দার উপস্থাপনা,
বিষতেলের বৈভব।
একটা বর্ষা পেরিয়ে যাওয়া মানে