শ্রাবন্তী চুলে বেণী করবে।মাকে ডাকছে।
-মা,মা?
এমন সময় প্রচণ্ড আলোতে চোখ ঝাঁঝিয়ে গেল।কিছুক্ষণ চোখে কিছু দেখতেই পেল না।চারদিকে যেন প্রচণ্ড অন্ধকার।মিনিট দশেক পর।সবকিছু আবছা আবছা দেখছে।সবকিছু কেমন জানি এলোমেলো লাগছে।আশেপাশে সবকিছু তার বড় অচেনা লাগছে।চারপাশে ভাল করে দেখল।পিছনে তাকাল।তাকিয়ে অবাক হয়ে গেল।তার
Top today
আফিয়া কিছুটা ভেবে বলে-আমার তো অন্যরকম মনে হচ্ছে।
-কি রকম?
-আমরা সম্ভবত পৃথিবীর দিকে যাচ্ছে।
-মানে কি?
-আমাদের নভোযানের গতিপথ কেউ ঘুরিয়ে দিয়েছে।ঘুরিয়ে একেবারে অপোজিট করে দিয়েছে।
টিক উদ্বিগ্ন হয়ে বলে-এসব কি বলছ?
-কম্পাসের মুখ দেখে আসলাম।পৃথিবীর দিকে ঘুরানো।
-তাহলে তো উলটো দিকেই যাচ্ছে।
-রাডারটাও ডিএক্টিভেট করা।
-সেজন্যই তো
১ ২