ঘোর আঁধারে দূর থেকে দূরে
ভেসে আসছে সাদা ফেনিল জলরাশি
উফ!! জীবনের প্রথম সমুদ্র দেখা,
খালি পায়ে; সাদা বালিতে পা ফেলি ধীরে ধীরে
অদ্ভুত ভাল লাগায় সারা গায়ে
শিহরনে কাঁপুনি দিয়ে বলে!!
পা বাড়া সামনে মেয়ে!
পা রাখা স্থানে শিরশির করে সরে যাচ্ছে বালি
অন্যমনা আমি
Top today