যান্ত্রিক শহরে কাক ডাকা ভোরে উঠতে হয় না….
হেঁসেলে ঢুকেই আগুন ধরানোর ঝামেলা হয় না পোহাতে,
লাকড়ির স্তুপে পড়ে থাকে না ঘর্মাক্ত দেহ
মাটির চুলায় ফুয়ে ফুয়ে ঝরে না অকারণে অশ্রু;
ধোঁয়ায় আচ্ছন্ন হেঁসেল; কালিতে মাখামাখি জীবন;
পাঁচ অঙ্গুলির মাথা ফেটেও হয় না চৌচির,
ছাপ কলের
Top today