স্মৃতিদের ঘরে বেঁধেছে ঘূন পোকারা বাসা,
হৃদয়ের চরে জমেছে পলি মাটি ঠাসা।
ভাঙ্গনের সুরে কেঁদেছে সাজ ব্যাকুল প্রাণ,
স্বপনের ঘোরে এসেছে আজ বধের বাণ।
ভালোবাসা আজ জাগ্রত অপেক্ষায়,
নিরবতা ভাঁজ মিশ্রিত আকাংক্ষায়।
প্রিয়ার হাসি গগনসম প্রকাশ,
ঠোঁটের পরশ সায়রসম বিকাশ।
মন ছুঁই ছুঁই বিরাজিত সৈনিক,
প্রেম টুঁই টুঁই পরাজিত