চোরা বালির নীচে
জীবনের মত জল—
স্রোতস্বতীর ফল্গু ধারা !
মরণ ফাঁদের নীচেও
কোথাও কাঞ্চন শুদ্ধতা !
অন্ধকারে লেগে থাকা আলো রেখা–
লুপ্ত চাঁদ ঠেকে থাকে
ম্লান জ্যোৎস্নার ঝালরে,
লুব্ধক আলোক ছটায়
চোখের আঁধার সিক্ততা !
কাঁটা আবরণ কঠোরতায়
ফুটে ওঠে মায়াবী ফুল—
যে জ্বালা,নিষ্ঠুর আগুন লোহায়
ছোঁয়া থাকে তুলতুল শরীর আদলে,
অতলে লুকিয়ে