হুমায়রা হিমি যেদিন তুমি চলে গেলে
দুর্বার বেগে আপনার দু পদে দলে ;
অর্ধ যুগের তিলে তিলে গড়া নিবিড় প্রীতির বন্ধন
করিতে ছিন্ন তোমার চিত্তে হয়নি কি সামান্য কম্পন ?
যতদিন আমাকে মনে পড়িবে
হৃদয়ের অজান্তে ভুল করে কিংবা
জীবন ডায়েরীর কোন ছিড়া পৃষ্ঠা
স্মরণ করে দেয় ।
তবে নিশ্চিত হবে তোমার প্রতি আমার
প্রেমের উত্তাল তরঙ্গ
বর্ষার খর স্রোতের ন্যায় প্রবাহমান ।
আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে আর
প্রেম বৃক্ষটির শাখা-প্রশাখা পত্র
মূল মূলরোম রাইজয়েড শিকর স্টোমাটা ;
প্রতি অঙ্গ
আজও কি মোর টান তোমার চিত্তে বাস করছে ?
বেওয়ারিশ হৃদয়ের জানতে হয় বড় ইচ্ছে
সেই ভালবাসার কথা মনে কি পড়ে ?
দু’বার এসেছিলে সব কিছু ছেড়ে ।
মাতৃ পিতৃ স্নেহ দূরে ঠেলে দিয়ে
হৃদয় সমুদ্র পূর্ণ প্রেম প্রীতি নিয়ে ;
পৃথিবীর সবি ছিল তোমার পর
আমি