আজ আপনাকে বোধ হয় বড় একেলা উদাসী চিত্তে কিছুই ভাল লাগে না ; তোমার সঙ্গ লাগি হয়েছি উতলা কোন কার্যে হৃদয় বসে না ।
হ য ব র হেরি কেন সবি ? ধু ধু মরু লাগে সুন্দর ধরণী ; মুক্ত দাঁতে হাসে না তো রবি কেন মিষ্টি
এই তো বেশ আছি !
ফুটো ডিঙ্গি তরী প্রবল কল্লোল উত্তাল বিনা পাল কূলহীন ডুবো ডুবো বেসামাল ; জল ভরো ভরো নেই সেচ পাত্র নিরুপায়!আছে ভঙ্গুর বৈঠা মাত্র ।
এই বুঝি ডুবে যাচ্ছি !
গাঙ্গ ভাঙ্গন হেরিছ?শ্রবণ করিছ নৃশ্বংস ধ্বনি ? অজুত তটিনী এ বক্ষে বহমান অহন
আমি অতীতকে সঙ্গী করে বাঁচব নির্জন নিঃশব্দে বুক ফেটে কাঁদব ; নহে তোমাকে পাবার আকাংখায় কি সুন্দরভাবে ভুলেছ আমায় !
এক সংগে চলেছি দীর্ঘ সময় দুটি মন করেছি বিনিময় ; সাধনা সংগ্রাম করেছি কত এটা কি ভুলে যাওয়ার মতো ?
পারিনি কিছুতেই ভুলতে তুমি কিন্তু ভুলেছ মুহুর্তে ; ময়নার সনে
তোমার দেয়া এক হাজার পত্র এখনও সযত্নে রেখেছি , কভু অবকাশ পাওয়া মাত্র একটি একটি করে পড়ছি ।
কি মনে হয় জান ? এখনি পেলাম তোমার প্রেমের তাজা আলপনা দেখতাম ; তুমি ভুলে গেছ দূরে আছ মনেই হতো না হৃদয়ে রহেনা তোমায় হারানোর ভাবনা ।
অনুভবে তোমায় কাছে
আমি আজ তোমার কাছে পরিত্যক্ত ধুলা কিংবা জমে থাকা বড় স্তুপের ময়লা ; পদ দলিত করে গিয়েছ তাই যেথায় সুখের কোন অন্ত নাই ।
ডুব দিছো শান্তি হীরক সোপানে বেশ ! হেরিবে কোন ক্ষণে ; সুখ এটম কণা তুষার বজ্রপাত হবে কোটি মাইল বেগে আপাদ মস্তকে পরিবে
তোমার চোখ বড় মায়াবী চমত্কার ! আঁখির তারা দুটি যেন হুতম পেঁচার ঐ চোখে দেখিতাম সদা রবির কিরণ পূর্ণতা সোহাগী প্রেমাকর্ষণ ।
চোখ নয় যেন দুটি শুক তারা পলকে পলকে হয়ে যাই দিশহারা ; ভ্রু দুটি কৃষ্ণ গোলাপের পাপড়ি মন কেড়ে নেয় দিবা শর্বরী ।
আঁখির কৃষ্ণ পত্র
সবাই বলে দূর্বা ঘাসে জমে থাকে ওগুলো শিশির বিন্দু আমি বলি ও যে রাত ভর কাঁদে ওগুলো তার অশ্রু ফোটা । দিবা সূর্য কিরণে ধীরে ধীরে শুকোয় কষ্ট দাগ মানুষের গোচরে নিঃচিহ্ন হয় ঐ দূর্বা ঘাস আর আমাতে কোন ফারাক নেই ।
তুমি কি মাঘের হিম বায়ু
আমি কষ্ট পেতে ভালবাসি কষ্ট দিতে পাই জ্বালা ; যে করে মোরে ঘৃণা আমি দেই তারে প্রীতির মালা ।
মোর পানে না হেরিয়ে কেহ বদন ফিরায়ে লয় ; পশ্চাতে যদি মোর কুত্সা রটে সবার কর্ণে কয় ।
তবুও ভালবাসি তারে আমি দেই সদা মান ; হয়না তো ঘৃণা সৃজন বাড়ছে হৃদয়
তুমি শেষ পত্রে কহিছ আকুল স্বরে কভু দূরে যেওনা ভুলনা মোরে তোমার বক্ষ পূর্ণ প্রেম শুধু মোর তুমি আমি যুগলে একটি অন্তর ।
আমি তোমার একমাত্র বিশ্বাস বিশুদ্ধ অক্সিজেন তোমার নিঃশ্বাস না হেরিলে মোরে আধা দণ্ড হৃদয় ভেঙ্গে হয় লন্ডভন্ড ।
পাশে না রহিলে হারাম নিদ্রা আহার মন হয়
হুমায়রা তোমার অলক যেন কৃষ্ণ পানকৌড়ির ঝাঁক হেন ; সারি সারি চুপি চুপি ডুবোডুবি খেলছে আর এলো কুন্তলে কি মনে হয় জান ? কৃষ্ণ অর্নবে কৃষ্ণ কল্লোল দোলাচ্ছে ।
তোমার কর্ণ যেন পূর্ণিমা চাঁদের অন্ত ছাপ গড়েছে বিধি মানান সই সঠিক মাপ আর তোমার কর্ণের দুল যেন