Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আজও কি মোর প্রেমের টান তোমার চিত্তে বাস করছে ?
বেওয়ারিশ হৃদয়ের জানতে হয় বড় ইচ্ছে
সেই ভালবাসার কথা মনে কি পড়ে ?
দু’বার এসেছিলে সব কিছু ছেড়ে ।
মাতৃ পিতৃ স্নেহ দূরে ঠেলে দিয়ে
হৃদয় সমুদ্র পূর্ণ প্রেম প্রীতি নিয়ে ;
পৃথিবীর সবি ছিল তোমার

আমার মনের কথাগুলো ব্যক্ত করি লিখে
এগুলো হয়ে যায় নাকি কবিতা ?
মানুষ অবাক হয় দেখে
আমি নাকি পদ্যের সবিতা ?

এ যে মোর বাক প্রকাশের ধারা
বচন নহে সবাই কহে কাব্য ছড়া
আমাতে পূর্ণ কাব্যের আলপনা সবি
তাই সবাই কয় , আমি নাকি কবি ?

হা …হা

go_top