(আমার গতকাল পোস্ট করা গল্পের শেষাংশ)
ক্লাস নাইনের রেজাল্ট বেরোল সে দিন। কলি ভালভাবে পাশ করে গেছে। পঞ্চু দু বিষয়ে ফেল করল। স্কুল কর্তৃপক্ষ দু বিষয়ে ফেল ছাত্রদের কম্পার্টমেন্টাল পরীক্ষার সুযোগ দিলো। সে বার ক্লাস নাইন কোন মত সে পাস করে
বুড়োর গলা টিপে ধরল পঞ্চানন। এমনিতেই বুড়ো মরো মরো–রোগ শয্যায় দু মাস ধরে পড়ে আছে–দু দিন পরে স্বাভাবিক মৃত্যু হতো তার।
পঞ্চানন ওর গলা টিপে ধরে থাকলো। যতক্ষণ ওর মৃত্যু না হচ্ছে ততক্ষণ ও ছাড়বে না।
পঞ্চানন দেখতে থাকলো, গলা টেপা মানুষের মৃত্যু