তোমার সামনে আয়না,
তুমি দাঁড়ীয়ে আছো;দেখছো নিজেকে;
ঠিক তখনই স্মৃতির পাতায় আমার ছবি ভেসে ওঠে…
আমি কোথায় আছি…কেমন আছি;
খুব দেখতে ইচ্ছে করছে আমাকে তখন
আমি কি সেখানেই আছি; নাকি হারিয়ে গেছি অন্যত্র-এ ?
আমার সেখানে আমি নেই…
ঘর নেই আলো নেই,
তুমিও যে অবলা নারী- আছে স্বামী
Top today