‘আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর/থাকি সেথা সবে মিলে-নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই/এক সঙ্গে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান/আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রান। মাঠ ভরা ধার আর জল ভরা দীঘি/চাঁদের কিরণ
Top today
ছুটবে কবে আলোর বন্যা
জাগবে কবে মুক্ত মিছিল,
গড়বে কবে সুখী সমাজ
রূদ্ধ বিবেক, ক্রদ্ধ নিখিল।
ধনীরা সব ধনের নেশায়
মত্ত হিয়া, নিত্য ব্যাকুল,
খেটে খাওয়া ধূকে মরে
হৃদয় তাদের হয়না আকুল।
রঙ্গের নেশায় ছন্দ মাতাল
গা ভাসিয়ে স্রোতের টানে,
সমাজের এই নিয়মনীতি
নিত্য ভাবি আপন মনে।
স্বার্থ পরায়, স্বর্ণ মুকুট
মিথ্যা পরায়
শান্তি কী আর
আসবে নারে আমার
দেশের চত্বরে ?
নির্বাক হয়ে দেখে যাব
লাশের সাগর কত্তরে ?
শ্রমিক বলে দাম কেন
নেই কারখানার ঐ
কর্মতে ?
ঐ হারামির কাজ
করে আজ রক্ত
ঝড়ে চর্মতে।
এত্ত এত্ত মানুষ
মেরেও পার কেন পায়
বিত্তবান!
এসব দেখেও
কাঁদছে না আজ
নরপিশাচের
চিত্তখান।
মজলুমেরা পায়
না বিচার
দোষটা কি সব
রাজনীতির ?
নষ্টেরা করে ক্ষমতা
দখল নষ্ট