Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ফাগুনের এই শেষ বিকেলে
অস্তগামী সূর্য্যকিরণ
তোমার মুখে ফেলে ফেলে
দেখবো আমি মুগ্ধ চোখে –
যেমন দেখে প্রকৃতিরা
জ্যোৎস্না ফেলে রাতের শরীর।

তোমার চোখের গভীর থেকে
তুলে নেবো একে একে
অশ্রুগড়া মুক্তোগুলো –
যেমন তুলে ডুবুরিরা
নীল সাগরের গভীর থেকে
জ্বলজ্বলে সব মুক্তো-মাণিক।

তোমার চুলের ফুল বাগানে
ফুল্ল আশার চারাগুলো
কেমন করে উঠছে বেড়ে
দেখবো

সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল, যা হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেট জেলা নিয়ে গঠিত। পৌরাণিক যুগে এই অঞ্চল প্রাচীন কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ঐ যুগে সিলেটের লাউড় পর্বতে কামরুপ রাজ্যের উপরাজধানী ছিল বলে জানা যায়। ধারণা

খোকাবাবু রাগ করে ছেড়েছে বাড়ি
টাকা নেই পকেটে, চড়েছে গাড়ি
টিটি এসে বলে, ‘ভাই দেন তো টিকেট’
হাতিয়ে মাতিয়ে বলে, ‘কেটেছে পকেট!’

চোখ তুলে কপালে টিটি সাব ক‘ন
‘বলেন কি ভাইসাব, কেটেছে কখন?’
বাড়িছাড়া খোকাবাবু রেগে মেগে চুপ
আহারে আহারে বাছা, মায়া লাগে খুব।

যাবে কোথা খোকাবাবু নাই

এসে দাড়ালো আয়নার সামনে,
তাকালো কয়েকবার,
মুখে ফুটে উঠল বাঁকা হাসি।
তারপর হাত রাখল কালো কেশে,
মসৃন কালো কেশ স্পর্শ পেল কোমল হাতের,
হালকা বাতাসে উড়তে লাগল তারা।
তারপর কপালে পড়ল কালো টিপ,
ঠোঁট রাঙালো গোলাপী লিপিস্টিকে,
চোখে দিল কাজল,
মুখে মন্ডলে দিল হালকা গোলাপী আভা।
গায়ে জড়ানো লাল শাড়ি

আমি নই মহামান্য বরেণ্য কেউ

জনসমুদ্রের নগণ্য এক ঢেউ,

তবু আমার আগমনে পৃথিবীর কেউ হেসে ছিল ঠিক

আনন্দ জোয়ারে ভেসে ছিল চারিদিক ।

 

আজি আনন্দের দাম আকাশচুম্বি

তাই তো আমি বেদনার মহাসঙ্গি,

পথের মতো ছুটে চলছি আমি ক্লান্তিহীন বিরামহীন

জানি না কোথায় আমার গন্তব্য, কে আমার প্রিয়

সুমাত্রা: ভালুকের ভয়ে বন্ধুকে ছেড়ে ওপর বন্ধুর গাছে উঠে পড়ার গল্প সবারই জানা। কিন্তু বাঘের ভয়ে টানা ৩ দিন গাছকেই ঘর বাড়ি বানিয়ে ফেলতে হবে এমনটা কে জানত? ঠিক এই ঘটনাই ঘটেছে ইন্দোনেশিয়ায়। বাঘেদের একটা দলের থেকে বাঁচতে পাঁচ জন

কবি কালিদাস রায় বর্ধমানের কড়ুই গ্রামে, ১৮৮৯ সালের ৯ জুলাই জন্ম গ্রহন করেন। চলন্তিকার পক্ষ থেকে এই দিনে আমরা তাকে গভীর ভাবে স্মরণ করছি।

 

তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ ও সাহিত্য-সমালোচক। ১৯১০ সালে বহরমপুর কলেজ থেকে বিএ পাস করেন। এরপর কিছুকাল কলকাতা

খাদিজা!
তুমি কেমন আছ?
আমার খুব জানতে ইচ্ছে করে।
কতদিন যাবত তোমার সাথে আমার
দেখা নেই।
কথা নেই
চিঠি লেখা নাই।
তুমি কি এখনো আমাকে
মনে রেখেছ?
আমিতো তোমাকে
একটি মুর্হূতের জন্যেও
ভুলতে পারিনি,
কখনো ভুলতে পারব না।

খাদিজা!
তুমি কি জান?
এখনো তোমার কথা মনে হলে
সারা রাত জেগে

চলন্তিকায় ইতিমধ্যেই আমি লক্ষ্য করে দেখেছি অনেকেই চিঠি, কৌতুক, ধাঁধা ইত্যাদি লেখা লিখছেন।

কিন্তু এগুলোর জন্যে চলন্তিকায় কোন বিভাগ না থাকার কারনে এই সবগুলোই ‘বিবিধ’ বিভাগে লিখতে হচ্ছে। তাই সম্পাদকের বরাবর আমার প্রস্তাব তিনি যেন উপরোক্ত তিনটি নতুন বিভাগ চালু করেন।

রোজা ফারসি শব্দ। এর অর্থ হচ্ছে দিন। যেহেতু এই আমলটি দিনের শুরু থেকে শেষাংশ পর্যন্ত পালন করা হয় তাই একে রোজা বলা হয়। আর আরবিতে এর নাম সাওম। যার শাব্দিক অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা। শরয়ী পরিভাষায় সুবেহ সাদিকের পর

go_top