ফাগুনের এই শেষ বিকেলে
অস্তগামী সূর্য্যকিরণ
তোমার মুখে ফেলে ফেলে
দেখবো আমি মুগ্ধ চোখে –
যেমন দেখে প্রকৃতিরা
জ্যোৎস্না ফেলে রাতের শরীর।
তোমার চোখের গভীর থেকে
তুলে নেবো একে একে
অশ্রুগড়া মুক্তোগুলো –
যেমন তুলে ডুবুরিরা
নীল সাগরের গভীর থেকে
জ্বলজ্বলে সব মুক্তো-মাণিক।
তোমার চুলের ফুল বাগানে
ফুল্ল আশার চারাগুলো
কেমন করে উঠছে বেড়ে
দেখবো