Alexa.com এ চলন্তিকা নিয়ে review comment করার কারনে এ হুসাইন মিন্টু, আমির হোসেনকে ১০০ করে বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে। যে কোন লেখক / প্রদায়ক এটি মাসে একবার পাবেন। আপনারাও review comment করুন। নিয়ে নিন ১০০ বোনাস পয়েন্ট। ইতিপূর্বে কাউছার আলম,
Top today
বারো বছর বয়সের এক দূরন্ত কিশোর শাহীন।
এ বয়সেই সপ্তম শ্রেণীতে পড়াকালীন
শিশু-কিশোর অপহরণ ও পাচারকারী দলের
নির্মম শিকার হয় শাহীন।
এরপর আরো তেরোজন কিশোরসহ
দীর্ঘ পাঁচ মাসের অধিক
তাকে বন্দী করে রাখে
চট্টগ্রামের এক অন্ধকার বাড়িতে।
বন্দী অবস্থায়ই
অপারেশনের মাধ্যমে মুক্ত হওয়ার
এবং অপহরণকারীদের ধরিয়ে দেয়ার
দু:সাহসী পরিকল্পনা করে শাহীন।
ষষ্ঠ
চারিদিকে আধাঁর
ক্রোধ, যাতনা, হতাশা
বিক্ষিপ্ত ভাবনা
শান্তি খুঁজে পায়না।
মায়ের স্বপ্ন পূরণের ব্যর্থতা
চাকরি খোঁজার তিক্ততা,
প্রেমিকার ছলনায়
হয়ে যায় দিশেহারা ।
বন্ধুর আহবানে
সীমাহীন যণত্রনায়
লালিত স্বপ্নগুলো
রঙ্গীন করার বাসনায়
চুম্বন করে বিষের পেয়ালায়।
সূচের আগা দিয়ে
রক্তে ছড়িয়ে দেয় বিষ।
মুহূর্তে সাদাকালো স্বপ্নগুলো
হয়ে ওঠে রঙ্গীন
নেশায় বিভোর,
হারিয়ে যায় অনধকারে
এক অস্থির যুবক।