হে শতবর্ষী পূনর্ভবা তোমাকে বলছি,
রুপে রুপসী পূণর্ভবা শিমুলের রক্ত রাঙানানো দৃশ্যে-
শুকনো বাশের ঝপে মাছেদের দলের সামনে বসেছি।
হাজার বছরের ইতিহাস আজ উঠে ফুঠে ক্ষণে ক্ষণে,
জন্ম-মৃত্যু-বন্ধন আর আবেগ রুদ্ধ মনে-
কতকাল গেছে; কত ক্ষণ দূরের কোকিলের ডাক শোনা যায়,
আমের মুকুল রৌদ্দুর দুপুরে অসীম
Top today
–রুদ্র মোহাম্মদ ইদ্রিস
(বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার কবি শফিকুল ইসলামের অমর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত পংক্তিমালা)
তোমার ভালবাসার সুরভি
বিমোহিত করেছে আমায়,আমাদের।
বহুদিন পর অনুর্বর মৃত্তিকা ভেদ করে
উঠে আসছে নতুন আলো।
এখানে এখোন গোলাপের চাষাবাদ অবিরত
আশাহত পথিকের সামনে কে যেন দাড়িয়ে আছে
টর্চ হাতে।
আমরা তাকে এতটা