দৃষ্টির সীমানা দিয়ে সে হেঁটে যায়
যেন বুলিয়ে দিয়ে যায়
তপ্ত দিনে হিমেল বৃষ্টির ঝাপটা
কাঁপুনি ওঠে পাহাড়ের চূড়ায়
আর উপত্যকায়
নিস্তরঙ্গ সরোবরে ওঠে চঞ্চলতার ঢেউ।
মনের উঠোন সাজিয়ে রাখে স্বপ্ন বুনে
পদভারে তার ঝরাবে আজন্ম সঞ্চিত বিষ
উদরপূর্তি, শয়ন, নিদের নিশ্চিন্ততা
সিঁথির তলে পাঠায় সতর্ক সংকেত
অনতিদূরে রক্তিম শিকল,