Top today
এমন ছড়া লিখি
কেউ পড়ে না,কেউ পড়ে না
এমন ছড়া লিখি,
ভাব-ভাবনা ভজঘট
সুর-তাল সব মেকি।
ছন্দে নাকি গন্ধ আছে
শব্দে আছে মাত্রা,
বাক্যে আছে বকম-বকম
আকাশ পথে যাত্রা।
ভুলের ছড়া হুল ফুটিয়ে
ঝরিয়ে দেয় ফুল,
তবু সুবাস ছড়িয়ে পড়ে
সোনা ছড়ির দুল।
সোনার মাটি রুপোর জীবন
তাম্রপত্রে লেখা,
লোহার হৃদয় মরচে পড়ে
আছাড় খেয়ে শেখা।
সুখ-সাগরে উথালপাতাল
ঢেউয়ের মত দুঃখ,
মুক্তো-ঝুনুক কুড়িয়ে ফেরা
অনুভূতি সুক্ষ্ণ।