Top today
শারদীয় রুপ
একমাত্র অতীতই বাঁধিতে পারে আমাদের! এই ভেবেই
শরতের মেঘেরা দৌড়াতে থাকে দক্ষিন হতে উত্তর।
আর যখন রাতের আকাশে আসে নক্ষত্ররা, কাঁশ ফুলেই
বাসা বাঁধে জোনাক কপোত-কপোতীরা; শুভ্রে শুভ্রে নিরন্তর।
একমাত্র রুপই পথ দেখাতে পারে আমাদের! এ মেনেই
শীতল হাওয়া আসে রাতের শিউলীর কাছে, তার রুপের
ঘ্রান ছড়ায় অন্ধকার রাতে প্রেমিকারা জেগে উঠে যেই।
আর শরতে মেঘহীন নীল আকাশ নীল চোখ প্রকৃতির।
আর সেই নীল চোখেই দেখে সে শারদীয় রুপ পৃথিবীর;
ভালবাসা চিরন্তন! এ বিশ্বাসেই চাঁদনী আসে অনন্তের।
০৭.০৬.১৩, ঢাকা।