Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সুপ্রিয় সহব্লগার বন্ধুরা— লাল গোলাপের শুভেচ্ছা রইল——

আশা করি সবাই ভাল আছেন—

জেনে আনন্দিত হবেন যে-

আমার প্রথম কাব্যগ্রস্থ প্রকাশ হচ্ছে

কাব্যগ্রস্থের চারটি নাম পছন্দ করেছি যথাঃ

 

১। যমুনার তীরে ছোট ঘর

২। যমুনার তীরে বালি ঘর

৩। যমুনার তীরে কুঁড়ে ঘর

৪। ছোট তিমির ঘর

উপরোক্ত চারটি নামের

,

দুষ্ট পুষি মিউ ডাকিছে
ভয় পেয়েছে সোনা মনি
আঁখির জলে বুক ভিজেছে
তবুও কাঁন্না থামেনি ।

পুষি তুই মস্ত পাজি
করব না ক্ষমা আজি
যতই বলো সরি
পরবে গলায় ছুরি ।

তাই শুনিয়ে ছোচা বিড়াল
কেঁদে কেঁদে কয়
কান ধরিছে আর কোন দিন
মিউ কবার নয় ।

কেউ বেদনার বুকে ঝাপ দেয়,
কেউ বেদনা থেকে দূরে পালিয়ে বেড়ায়,
কেউ কেউ শত বেদনার মধ্যেই চালিয়ে নেয় জীবন,
বুঝতেই দেয় না নিজে নিজেকে আছে সে কষ্টে, আঘাতে জর্জরিত মন।

তেমনি কিছু জীবন বয়ে চলে ঝরের মত,
অথবা কিছু শান্ত ভঙ্গিমার শ্রাবণ মেঘের

দু ‘ জনা
কে গো তুমি
পায়ে তোমার রুপার নুপুর গলে সোনার গয়না ?
বাবা ডাকেন মা জননী মায়ে ডাকেন ময়না,

কোথায় থাকো
কোন্ টা তোমার গাঁ ?

শিশু কিশোর দলে দলে
করছে গোসল নদীর জলে
মাঝি মাল্লা নদীর মাঝ
মনের সুখে ধরছে মাছ
ফিকছে জাল, ধরছে হাল, তুলছে পাল
যেটা

এই সেদিনও পড়তো চোখে ঢুকলে ছাপাখানায়,
ঘটাং ঘটাং শব্দ তুলে নিজের খবর জানায়।
পেডেলমারা মেশিনখানি পেডেল খেয়ে ঘোরে,
লোহার হরফ কাগজটাকে ধরছে চেপে জোরে !
হচ্ছে ছাপা বইপত্তর আরো নানান কিছু,
কিন্তুরে ভাই একটা জিনিস ছাড়ছে না তার পিছু !
‘ছাপাখানার ভূত’ নামে সে ভীষণ পরিচিত,
যত্ন

প্রিয় অবন্তী,

ভালো আছো তো? আমি ভালো নেই। আসলে প্রথমে কিছুদিন ভালো থাকার চেষ্টা করিনি ইচ্ছে করেই। প্রচণ্ড রাগ হচ্ছিল তোমার ওপর, আর নিজের ওপর ও। জানোই তো, আমি কোন কারণে কষ্ট পেলে উল্টো নিজেকেই আরও বেশি করে কষ্ট দেই জেদ

আবার যদি জন্ম পাই

এই পৃথিবীর মাটি ছুঁয়ে

গড়ে নেব নূতন জীবন।

 

আবার শিশুদের কিলকারির মাঝে

আঁকড়ে রবো মায়ের কোল,সরল ভাষ্যে,

সমস্ত হৃদয় গহনে এঁকে নেবো স্নেহের চুম্বন।

চঞ্চল কৈশোরে শান্ত দীঘি জল

রেখে নেবো মনের নিভৃতে,

জানি জীবন তো পদ্ম পাতার জল,

তবু পদ্মের পাদতলে রবো,

শ্রধ্যা নিষ্ঠ ধ্যানমগ্ন

তোমার কেমন হয়ে যাওয়া সময়টুকু আমায় দেবে ?

ঐ যে, ঐ সময়গুলো

যে সময়ে তোমার কেমন কেমন লাগে

চারিদিক খুব ধুসর মনে হয়

আচ্ছাদিত হও অন্ধকার মনের কুয়াশায়

মন ছুটে যেতে চায় প্রিয় কোন মানুষের কাছে,

অনেক দূরে…যেখানে

বোন্ সুরাইয়া র জন্য আমি একদিন আপনার প্রবন্দ্বে বলেছিলাম (এক কাপল এর ছবি তে ) ওটা হয়েগেছে আসলে ভ্যালেনটাইন  ছবি  আপনার ছবি কিন্তু আমি বেশ পছন্দ করেছি
আসলে এইভাবে কেন ভাবব আমরা ?

বছরের প্রতিদিন হতে পারে ভালবাসা প্রকাশ এর দিন
আমার একই বৃন্তে দুটি ফুল

go_top