Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

কাশফুলের ধবধবে সাদা দলের একটুকরো,
তার কালো চুলের সাথে লেগে ছিল বেশ কিছু সময়, মাকড়সার জালের মত
তির তির করে কাঁপছিল বেশ, আলতো হাতের ঘায়ে সিঁথির বিন্যাসে
উড়ে গেল শরতের এলোমেলো হাওয়ায়।

এলোমেলো মেঘের বেশ জট লেগেছে,
বোধ হয় বাতাস বিড়ম্বনা, স্মৃতির আকুলতা ছিল তেমনি

শক্ত শক্ত যত শব্দ

করি আমি মুখস্থ।

ঝাড়বো আমি তোমায় আজ

করবো তোমায় হেনস্থ।

রাগের জল ফুটছে টগবগ

আছে তোমার খবর।

কিটমিট দাঁতে দাঁত

যেন কাটছি জাবর।

 

কিন্তু একি হল

সবে গেলাম ভুলে।

যখন দেখি তোমার মুখ

যাই আমি গলে।

ফুটন্ত জল হিম হল

হিমাংকের নিচে।

কিছু আর বলা হয় না

ঘুরি তোমার পিছে।

চাঁদের দেশে চাঁদ কুমারী

কুমার থাকে কই ,

পাতালে যার বসত ভিটা

কেমনে আকাশ রই ।

 

চাঁদ থাকে মায়ের কোলে

নাম চাঁদ বুড়ি ,

সারা বছর সুতা কেটে

ভরে রাখে ঝুড়ি ।

 

চাঁদ মামা সবার মামা

রঙের জামা গায় ,

শোনামনির ঘুম পাড়াতে

ডাকে সকল মায় ।

 

আয় আয় চাঁদ মামা

টিঁপ দিয়ে

ওদের কোন কথা আমি কেন যেন ফেলতে পারছিলাম না–ওদের দু জনের সঙ্গে সমুদ্র পার ধরে ওপরের রাস্তার দিকে হাঁটতে লাগলাম। সামান্য গিয়েই বড় রাস্তা পড়ল, আর রাস্তা পার করতেই মাধবীদের হোটেল দেখা গেল। চাঁদের আলো আগে থেকে অনেক উজ্জ্বল হয়ে

তিন ভাই বোনের মধ্যে প্রিয়ন্তী সবার ছোট। প্রিয়ন্তীর একমাত্র ভাই অরুণ চক্রবর্তী লেখাপড়ায় তেমন ভালো ছিল না। তাই বাবা দীপক চক্রবর্তী তাকে ক্লাস এইট পর্যন্ত পড়ার পর নিজের ব্যবসার কাছে লাগিয়ে দিয়েছে। অরুণ লেখাপড়ায় ভালো না হলেও ব্যবসায় অতি অল্প

একটুখানি হাসি দিলে
একটু অভিমানে,
অমনি আমি ছুটে এলাম
ভালবাসার টানে।

একটুখানি কাছে এসে
একটু দিলে আদর,
অমনি তোমায় বিছিয়ে দিলাম
ভালবাসার চাদর।

একটুখানি হাত বাড়িয়ে
ধরলে যেদিন হাতে,
ঘুম কাতুরের ঘুম নিয়েছ
সুখ নিয়েছ সাথে।

গাড়ি থেকে নামতে নামতে দেখলাম রুনা কয়েক গজ দূরে দাঁড়িয়ে আমি গাড়ির যে গেট দিয়ে নামছি সেই গেটের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখেই সে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল।

আমার মতো সেও যে আমাকে পছন্দ করে তা সে এখনও বলেনি। কিন্তু আমার

রান্নাঘর ও ফ্যাশন–

* আজকাল টিভি চালু করলেই টক শো আর রান্নাঘরের প্রোগ্রামগুলো বেশ নজরে আসে। খুব ভাল কথা। কিছু জিনিস যত বেশি হয় তত আনন্দের বটে তবে সুখের বলা যায় না। আনন্দ আর সুখের মধ্যে বেশ তফাৎ। টিভিসেন্যালও তাই। কেননা

অষ্টপ্রহর আমাকে নিয়ে

মাতিতে মাতিতে মাতিতে
কহিতে কহিতে কহিতে
বকিতে বকিতে বকিতে
আমি আর নাহি পারি

সহিতে সহিতে সহিতে
রোধিতে রোধিতে রোধিতে
আমি যে আজ নাহি পারি

অষ্টপ্রহর আমাকে নিয়ে
মেতেছি আমি খেলায়
বেচেছি কি মরেছি
রাখিনি তার খেয়াল
আজ যে আর নাহি পারি

সহিতে সহিতে সহিতে
রোধিতে রোধিতে রোধিতে
গেলাম কি হয়ে পাগল
আর

কেউ কেউতো পরীক্ষাতে ফেল করে
আবার দেখি
কেউ কেউতো রেলগাড়িও ফেল করে
এতে কিছু ঝক্কি বাড়ে
টের পাওয়া যায় হাড়েহাড়ে
সময়মতো না পড়া আর
আস্তে চলার ফল !
এমনকি আর হতো তাদের
লাগলে কাজে খেয়ে আদাজল !
কিন্তুরে ভাই খাওনা যতোই
আদাজলে এককরে;
কাজ হবে না এক কণাও
যদিরে হার্ট ফেল করে

go_top