ফুটপাতের কোল ঘেষে চুপি চুপি আঁধার এসেছে নেমে
ছন্নছাড়া মানুষগুলোকে ভালোবেসে
গভীর মমতায় অন্ধকার বুকে টেনে নিয়েছে ধীরে।
পায়ের তলায় পড়ে আছে সব নরম মাংসের শরীর
ঘুমে অচেতন;
হঠাৎ ভুলে পথচারী চলতে হোঁচট খায়।
তারা অলস কুকুরের মত চোখ মেলে আবার ঘুমায়;
এই জীবন কেন তারা ভালোবাসে