Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ফুটপাতের কোল ঘেষে চুপি চুপি আঁধার এসেছে নেমে

ছন্নছাড়া মানুষগুলোকে ভালোবেসে

গভীর মমতায় অন্ধকার বুকে টেনে নিয়েছে ধীরে।

 

পায়ের তলায় পড়ে আছে সব নরম মাংসের শরীর

ঘুমে অচেতন;

হঠাৎ ভুলে পথচারী চলতে হোঁচট খায়।

তারা অলস কুকুরের মত চোখ মেলে আবার ঘুমায়;

এই জীবন কেন তারা ভালোবাসে

———————————-

 

 

কাঁটা তারে ঝুলছে বাংলাদেশ
ঝুলুক,
তাতে কার কি
ঝুলুক বাংলাদেশ ঝুলুক
কাঁঠা তারে ঝুলুক
ঝুলুক –
মানুষ হয়ে
মানুষের হৃদয় হয়ে
হৃদয়ের ক্ষত হয়ে
কাঁটাতারে ঝুলুক ফেলানী
ঝুলুক বাংলাদেশ
ঝুলুক-
পশু হয়ে
পাখী হয়ে
ফল হয়ে
ফুল হয়ে
হিংস্র হায়েনার শিকার হয়ে
শিকারের স্মৃতী হয়ে
ঝুলুক বাংলাদেশ ঝুলুক
কাঁঠা তারে ঝুলুক
ফেলানী ঝুলুক
গুলি খেয়ে
এফোড়

পাখির মত আমরা যদি
না উঠি মা জেগে
প্রভাত হবে কেমন করে
বদলে যাবার বেগে।

আধার মুছে স্বপ্নগুলো
মেলে ধরে ডানা
বদলে দিব আলোর পথে
থাকবেনা তো মানা।

কালো ছাঁয়া মুছে দিতে
নিতে হবে শপথ
আলোর মশাল হাতে নিয়ে
গড়তে হবে-ই পথ।

চলতে  হবে  নিয়ন্ত্রিত

মধ্য  অবস্থানে।

নয় মাত্রাতিরিক্ত  কিছুতে  _

 

সদা সত্যি কথা বলি

কখনো মিথ্যে নাহি বলি

শিখেছি ছোটোবেলায় ___

তা বইয়ের পাতায়___

 

ভাবি যেভাবে

চলি আজ  সেভাবে।

সবসময় সেষ্টা থাকবে

সত্যের মোড়কে

নায়ের  অবগুন্ঠনে।

 

চলতে হবে

তা উচিত।

তবে হতে হবে

ভারসাম্যে ____

 

যখন পরিবেশ টা হয়

যেমন দেখা যায় এমন

সত্য টাকে  হচ্ছে মনে রুড়

করে যা  আঘাত 

সঙ্গীহীন শূন্য সন্ধ্যাবেলায় বসে একা
মনে হল সব মিথ্যে প্রতীক্ষা,
নির্মম, নৃশংস নিজের দস্যুবৃত্তি যা ছিল আপন
ঝরে গেল ফুল ছিড়ে গেল তার তোমারে হারিয়ে।

মনে ছিল হৃদয়ের যত আশা পূর্ণ তোমাকে ঘিরে
ভালবাসার মালা দেবে গলে আপন সুরে,
ভাবছি বসে এক ধারে কোথায় বইছে আনন্দ
দস্যুবৃত্তি

আজ চাঁদের জোয়ার এসেছে
আমার তনুমন পাগল তার জন্য
যেমন ব্যাকুল থাকে মাসের পর মাস
আমি জগতের সব প্রেমিকের মতোই
এক মহা প্রেমিক, অন্ধ প্রেমিক
কেন তারে ভালোবাসি,
কেন তার আগমনে মনের সকল
অর্গল খুলে চেয়ে থাকি, আজোও অজানা
হয়তো কোনদিন সে তথ্য জানা হবেনা
আমি জানার আগ্রহই দেখাব

ভোরবেলা উঠে দেখি

দোরে নেই দারোয়ান,

দাদু হাসে হা-হা হাসি

ডন দেয় পালোয়ান।

বাবা ডুবে খবরেতে

মা ছোটে কিচেনে,

ছোট বোন তা-তা করে

ও আর কী চেনে?

 

সকালের নামতায়

আমরাই ধারাপাত,

রুটিনেই বাঁধা থাকি

তাই মনে উৎপাত।

কক্সবাজারে আসার একদিন পরেই চোখে পড়ল মহিলাকে। খুবই সুন্দরী। যদিও বয়সটা পন্চাশের ঘর পেরিয়েছে অনেক আগেই ,তা দেখলেই বোঝাই যায়। তবে পন্চাশের ঘরটা পেরিয়ে বয়সটা কতটুকু সামনে গিয়েছে তা বলা কঠিন। মহিলাকে আমার চোখে পড়ার ব্যাপারে আমার কোন কারসাজি নাই।

রূপে গুণে মানুষ সুন্দর

সৌরভ-রঙে  ফুল

মনের পাতায় জমলে কালি

জীবনখানি ভুল ।

সেদিন আকাশে চাঁদ ছিল
পূর্ণিমা রাত ছিল
মন শুধু ভাবছিল
সে ভাবনায় আসছিল
তোমার মুখ ভাসছিল
তোমার ঠোঁট হাসছিল
তোমার চোখ পেতেছিল
হৃদয়  প্রভা  গেঁথেছিল
আলোর খেলায় মেতেছিল
আমার হৃদয়  পেয়েছিল
যে না পাওয়া চেয়েছিল
তোমার রুপ সব দিয়েছিল
চাঁদনী আমার হয়েছিল
চাঁদনী আমায় বলেছিল
প্রেমের মতই চলেছিল
অমর হতেই এসেছিল
আমার মনে মিশেছিল
তোমার রুপ

go_top