Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

এই সেতুর দৈর্ঘ্য মাত্র ৩ মিটার। কিন্তু অবাক হয়ে যাবেন যখন শুনবেন এই সেতুর দুই পাশে দুটি দেশ। অর্থাৎ এটি বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু।

দুটো ছোট ছোট দ্বীপ এই সেতু দিয়ে জোড়া। কানাডা ও আমেরিকার দুটি দ্বীপ এই সেতু দিয়ে সংযুক্ত।

 

সবাই বলে পেরো পেরো
কাঁঠা তারের বেড়া
কে যাবে ভাই পার হতে
ওপারেতে হিংস্র প্রানী ভরা ,
 
ওরা মানুষ নামের কলঙ্খ ভাই
মানুষ নামের পশু
বন্ধু বেশী দুশমনরে ভাই
 ছদ্মবেশী  দস্যু,
 
ওরা মানুষ দেখে পাখী ভেবে
শিকার করে দিনে রাতে
বন্ধ বিবেক অন্ধ চোখে
হিসেব করে কূটনীতিতে ।
 

…………………………..

 

অমিত মিশুক মানুষ। প্রকৃতির সৌন্দর্য নিয়ে তার বেশিক্ষণ চলে না। সর্বদাই নিজে বকাঝকা করা অভ্যাস; গাছপালা পাহাড়পর্বত সঙ্গে হাসিতামাশা চলে না, তাদের সঙ্গে কোনোরকম উলটো ব্যবহার করতে গেলেই ঘা খেয়ে মরতে হয়-তারাও চলে নিয়মে, অন্যের ব্যবহারেও তারা নিয়ম প্রত্যাশা করে-

আগুন ছুঁয়েছ তুমি

ভেবে নেবে পিপাসার্ত তুমি,

ঘন জল বরফে অনাসক্ত শরীর তোমার

তাপিত স্পর্শ খুঁজে ফের তুমি,

বসন্তে দেখো ভালবাসার ঘ্রাণ ফোটে

পলাশের ঠোঁটে দেখো বিরান সৌন্দর্য !

 

আগুন হুতাশে চৈত্রের খরা মাটি

সহস্র চিড় তার আকাশ দৃষ্টিতে

ঝড়ের দাপটে ছিন্ন কালো মেঘে

আঘাতের সুখ প্রাণে ঝির ঝির

“থাকবো নাকো বন্ধ ঘরে,

দেখবো এবার জগৎতটাকে

কেমন করে ঘুরছে মানুষ

যুগান্তরের ঘূর্ণিপাকে।”

সত্যি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের মনের কথাই বলেছেন। নাগরিক ব্যস্ততার মাঝে কার মন চায় চার দেয়ালের মধ্যে বন্দী

ভালোবাসা
মিথ্যে আশা
তবে কেনো কাছে আসা
ভালোবাসা
নয় হতাশা
তাইতো আবার ফিরে আসা।

 

গ্রাম থেকে শহরে
নদী-নালা, খাল-বিল পাড়ি দিয়ে
নানান জায়গায় ঘুড়েছি।

মেঠোপথ থেকে রাস্তায়
অলিগলি পেছনে ফেলে
রাজপথে কত হেঁটেছি।

কুঁড়েঘর থেকে অট্টালিকায়
বহু গিয়েছি।

ফুটপাতে, মানুষের ভীড়ে
কত নারীকে দেখেছি।

যা ভাবিনি কোনদিন
কল্পনা করিনি কোন ক্ষণে
অবশেষে সেখানে যাওয়া।

চকিতে তার সাথে দেখা
অঙ্গপ্রত্যঙ্গ, প্রতিটা রক্তকণিকা
টগবগ করে হল দিশাহারা।

তার নড়াচড়ায় আর হাঁটাচলায়
তার চলনে

নিশ্চিন্তে হেঁটে যাচিছ  দু’জনে
ছায়া সুশীতল রাতের আধাঁরে,
সুনিবিড় বনতল,
কোন ভয় নেই, দ্বিধা নেই
নেই কোন সংশয়।
চলতে চলতে কার কন্ঠ ধ্বনি
তোমার নাম ধরে ডাকলো
চেনা চেনা মনে হয়
তার নাম নির্মল।
চলার শেষ হলোনা,
দুটি পথ গেছে বেঁকে
কিছুই বললে না, একা কি করে যাবো
নিস্তব্দ রাত্রির গহীন অন্ধকারে
গভীর

এক কাঠুরিয়া গাছ কাটতে গেল বনে। কিন্তু সে গাছ না কেটে মন খারাপ করে শুয়ে আছে একটা গাছের ছায়ায়। এদিক দিয়ে ভনভন করে উড়ে যাচ্ছিল একটা মৌমাছি। সে কাঠুরিয়াকে মন খারাপ করে শুয়ে থাকতে দেখে তার কাছে গেল। মৌমাছিটি কাঠুরিয়ার

 আমি তো নই সাগরের তীর
কিভাবে মিটবে তৃষা ঢেউয়ের জলে?
আমি তো নই বৃষ্টি ঝিরঝির
কিভাবে ভেজাবে না, যাবে শুধু ভুলে?

আমি তো নই একখন্ড মেঘ
কিভাবে আমার মনে পড়বে না ঢাকা?
আমি তো নই হিমেল হাওয়ার বেগ
কিভাবে আমারে বলো যাবে বেঁধে রাখা?

আমি

go_top