বোধের কলঙ্কে আঁকা হত্যাযজ্ঞ ,
মানুষ হত্যায় কি সে মুক্তি? পৃথিবী জুড়ে প্রত্যহ মানুষ হত্যার খেলা
অথচ এই পৃথিবী এই মানুষের জন্য,তাহলে কেন এই অনর্থক রক্ত বন্যা
মানুষ মানুষের জন্য রক্তপাত কলঙ্ক।
রক্ত নেশায় পশুরা হত্যাযজ্ঞে মাতে
কারন তারা বোধ হীন প্রাণী,তাদের এ হত্যা সহসা
পূর্বে যা কোন দিন ভাবতেও পারিনি
তাই করে তুমি অবাক করলে আমায়,
কী বিস্ময় ভরে চেয়ে থাকি আজ তোমার পানে,
হয়েছে বুঝি বিশাল সূর্যোদয়।
আমি জানি তুমি কোন শিল্পী নও
অথচ আমায় দেখালে তুমিই রয়েছ মহা শিল্পীর ভূমিকায়,
কেমন নিখুঁত ভাবে এঁকে দিলে হৃদয়ে
আকর্ষণ আর আদ্রির বিয়ে হয়েছে আজ দেড় বছর। তাদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আকর্ষণ যখন প্রথম দেখল সে তাকিয়ে ছিল সন্তানের দিকে। সন্তানের পাশে শুয়ে থাকা আদ্রি আকর্ষণকে বলল, ছোট বেলায় তুমি
৮
প্রায় দুই মাস পর রাত্রি সুস্থ হয়ে দেশে ফিরেছে। প্লাস্টিক সার্জারী করার পর তাকে দেখে মনে হচ্ছে না তার চেহেরায় কোনো খাঁদ আছে। টানা চোখ। ভ্রু-র উপর যেন কোনো চিত্রশিল্পি কালো রঙের তুলি দিয়ে নরম আল্পনা একে দিয়েছে। গায়ের রঙ