Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

(একটি বিশেষ রাতে শুয়ে আছি শত চেষ্টা করে ঘুমাতে পারিনি । আমার শরীরে অসহ্যের আগুন দাউ দাউ করে জ্বলছিল । সে রাতে আমার এ নগন্য কবিতাটি রচনা করেছি । লেখক ও পাঠক ভাইদের প্রতি অনুরোধ মন্তব্যের আশা করছিনা পুরো কবিতাটি

কেগো মহিয়সী নারী
চঞ্চলা , চপলা মায়াবিনী ?
স্তন যুগলে পিপাশা বাড়ায়
বার বার ফিরে তাকাই ।

বার বার চড়ুই পাখি যেমন…
আশাতীতো ঘুম নেই দু – চোখে ।

কখন স্পর্শ করব ?
ফুটন্ত গোলাপের ন্যায়
কোমল মোলায়েম শরীর ।

অনর্গল মানুষ চারিদিকে ,
তাকিয়ে – তাকিয়ে মানুষের চোখে দেখি

নজরুল সেই কবে লিখেছিলেন এই হাসির গান ! অথচ দেখুন এখনো কতো প্রাসঙ্গিক !

সাহেব ও মোসাহেব

সাহেব কহেন, ”চমৎকার ! সে চমৎকার !”
মোসাহেব বলে, ”চমৎকার ! সে হতেই হবে যে !
হুজুরের মতে অমত কার ?”
সাহেব কহেন, ”কী চমৎকার,
বলতেই দাও আহা হা।”’
মোসাহেব

আমি তোমার চাঁদ
তুমি আমার চাঁদের হাসি,
তাই তোমায় ভালোবাসি।
আমি তোমার ভ্রমর,
তুমি আমার গোলাপ ফুল
তোমায় চিনতে হয়নি ভুল।

তোমার অভিমান এবার ছুটিতে পাঠাও

চোখে চোখ রেখে হাতটা বাড়াও

দীগন্ত জোড়া সবুজ ঘাসের গালিচায় আসন পেতে-

হৃদয়ের যত না বলা কথা আমাকে শুনাও।

স্বপ্নের বালুচরে সংঙ্খচিল হয়ে বাতাশে উড়াও

তোমার শাড়ির আচল

সাগরের নীল জলে অস্তমিত সূর্যের শেষ বিকেলে

কলাপাতার ভেলায় ভেসে গৌধুলীকে ছুঁয়ে দেখ

আমি কত

কারো চোখে ঘুম নেই। সুশান্ত এককেবার এককেটা চিন্তাকরছে আর প্রয়িন্তীকে মোবাইল করছে। প্রয়িন্তীর কোনটাই পছন্দ হচ্ছে না। আবার প্রয়িন্তী কোন একটা চিন্তাবরে করলে সটো সুশান্তরচিন্তারসঙ্গে মলিছে না। এমনিভাবে চিন্তাকরতে করতে সুশান্ত মনে মনে খুঁজছে এ্যাফডিভেটি করে বিয়ে করেছে এমন কাউকে

আটটি প্রহর আমার মুছে দিল মুঠোফোনের মেমোরি,
হয়ত তাদের একটি-দুটি একালের সেরা পদ্য হত অথবা
অন্তঃসারশূণ্য আরো কিছু প্রলাপ !

অমূল্য কোন বস্তু মুঠোয় সঞ্চিত রেখে আনমনে
তা খুইয়ে দিল যেন
তপ্ত প্রহরে প্রান্তিক পথের কৃষ্ণকায় শিশু,
হয়ত সে বস্তুটি ছিল দোয়েল ছাপা এক টুকরো কাগজ

 

এখনও না মাঝে মাঝে

আমার পাশের বিছানাটা

ভেজা মনে হয়

সেই যে পৌষ তীব্র শীতে

তোমার আগমন………

লেপের নীচে চি চি আওয়াজ

আমি ঘুম থেকে

লাফ দিয়ে উঠেই

তোমার দিকে তাকাতাম !

গরম পানির স্পর্শ

আমার বাপের তালুক আছে
আছে টাকা বিল্ডিং,
খেয়ে পড়ে দিন- রাত্রি
করবো শুধু ফিল্ডিং।

হেথায় যাবো সেথায় যাবো
যাবো জাহান্নামে,
কার বাপের সাধ্য কিছু
বলে আমার নামে ?

এই ধরাকে করবো সরা
দিনকে আমি করবো রাত,
আমার নামে বললে কিছু
ঘুষি মেরে করবো কাত।

হেন করবো তেন করবো
পানতা ভাতে করবো ডাল,
সাগর থেকে

ইতিহাস কি আছ স্বাক্ষী ?

কালের গর্ভে বিলীন হলো
আমার দুই অমর লিখা
ইতিহাস কি রহিবে তার সাক্ষী ?

অনেক সাধ্য সাধনায়
বাছা ল্যাপটপ আবার
চলতে শুরু করেছিল
আমার হাত ধরে…
খুড়িয়ে খুড়িয়ে

দিতে শুরু করেছিলাম
বেশি খাদ্য খানা
দিয়েছিলাম তাকে
দুই অমরাবতীর
সেই ত্রিনিদাদ আর নীরার
অমর সেই প্রেম কথা

ভুতের কাহিনী র আসিফ

go_top