(একটি বিশেষ রাতে শুয়ে আছি শত চেষ্টা করে ঘুমাতে পারিনি । আমার শরীরে অসহ্যের আগুন দাউ দাউ করে জ্বলছিল । সে রাতে আমার এ নগন্য কবিতাটি রচনা করেছি । লেখক ও পাঠক ভাইদের প্রতি অনুরোধ মন্তব্যের আশা করছিনা পুরো কবিতাটি
Top today
এখনও না মাঝে মাঝে
আমার পাশের বিছানাটা
ভেজা মনে হয়
সেই যে পৌষ তীব্র শীতে
তোমার আগমন………
লেপের নীচে চি চি আওয়াজ
আমি ঘুম থেকে
লাফ দিয়ে উঠেই
তোমার দিকে তাকাতাম !
গরম পানির স্পর্শ