Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

গার্লফ্রেন্ডের পরপর ২ এস.এম.এস এ বয়ফ্রেন্ডের পরপর ২ বার হার্ট এটাক !!!প্রথম SMS:

“চলো আমাদের রিলেশন ভেঙ্গে দেই। আমি তোমার প্রতি মন থেকে আগের মত আর ফিলিংস পাচ্ছি না!”

 

দ্বিতীয় SMS:

“সরি! সরি!!

.

.

.

.

আগের এস.এম.এস টা তোমার জন্য ছিল না!!”

রাস্তা ধরে অনেক দূরে
বন বাদালীর চাদর ঘিরে
সবুজের সমারোহে
জীবন বোধের স্বপ্ন আকেঁ ।

রাস্তা ধরে অনেক দূরে
ছন ছাপড়া কুড়ে ঘরে
ঘোমটা পড়া নব বধুর
সান্ধ নামে অপেক্ষার দোলাচলে ।
স্বপ্ন নামের মরিচিকার
স্বপ্ন আঁকে গহীন মনে
জীবন বোধের আকুল আশা
বাঁচিয়ে রাখে নতুন করে …।

রাস্তা ধরে

দু-চোখে দেখেছি
দেখে দেখে হেসেছি
শিশু পার্কে শিশু নেই
কচি কাঁচার ভীড় নেই
বুড়ো বুড়ির বসা জোড়া
ছুটছে আবার টাট্টু ঘোড়া ।

ঘোড়ার মাঝে প্রাণ নেই
রক্ত মাংসের ঘ্রাণ নেই
বিদ্যুৎ ছাড়া চলে না
কোন কথা বলে না
নামের বেলায় ঠিক আছে
ধৈর্য সিমার দিক আছে
কাজের বেলায় ফাঁকি কাজে
আসলে আমরা সবাই

চার বছরের ছোট ছেলে রাজু কে মা নাম লিখা শিখাচ্ছে , ওর ভালো নাম মেহেদি হাসান । রাজু লিখতে শিখেছে কিন্তু লেখার সময় সেটা মেহেদিহাসান হয়ে যাচ্ছে । তো এটা দেখে মা ওকে বললেন মেহেদি লিখে একটু ফাঁকা দিয়ে হাসান

সব ছেলের কথা বলছিনা, এখানে ১০ ধরনের ছেলের কথা বলব, যাদের কাছ থেকে মেয়েদের পারত পক্ষে দূরে থাকাই শ্রেয়। মেয়েরা, আপনাদের বলছি, আপনি কি নতুন সম্পর্কের কথা চিন্তা করছেন, প্রেম বা বিয়ে, আপনাকে অবশ্যই ভেবে চিন্তে সঙ্গী ঠিক করতে হবে।

মিনু ডেকে বলে, ভাই পৃথিবী কেমন ?
আমি হেসে বললাম, কমলা যেমন।
এই কথা শুনে মিনু বললো আবার,
ছাতকে পৃথিবী তবে হাজার হাজার !

প্রথম পর্ব

রিকশা করে বাসায় আসতে আসতে  রাশেদ ভাবছে এই এরিয়া র নাম ভুতের গলি কে রাখল, কেন রাখল l এখানে কি ভুতের উপদ্রব ছিল নাকি , রাশেদ এর খুব শখ ভুতের সাথে মোলাকাত করা l ভুতের গল্প, ভুতের সিনেমা এখনো

কিন্তু কাসনি গ্রামে যাবে কি ভাবে! সে অভিযান যে বড় কঠিন। মৃত্যু সেখানে শিয়রের পাশে ঘোরে। সেখানে গেলে আর কি উটন ফিরে আসতে পারবে এই তিন্তারি গ্রামে? না হোক ফেরা, তবু অভিযানের নেশা বড় নেশা–সে জীবনের অনেকখানি সময় তো মৃত্যুর

প্রিয় সম্পাদক আমার সালাম নিবেন। আশা করি ভাল আছেন। আমিও আপনার দোয়াই ভাল আছি। পরসংবাদ- চলন্তিকার যাত্রা শুরু থেকেই আমি এর সাখে জড়িত আছি। তাই সময়ে অসময়ে বিভিন্ন সময়ে সম্পাদক সমীপে মতামত জানিয়ে আপনাকে বিরক্ত করছি। জানি না

এতো ঢং এতো রং

এতো বাহাদুরি।

এতো আশা এতো নেশা

এতো কাড়াকাড়ি।

শেষ বেলা’তে কেবল

বিধবার ধবল শাড়ি।

 

নাদুসনুদুস চর্বি ভরা

এতো মায়ার গতর।

তুচ্ছ সবি আঁধার ঘরে

খাবে পোকা-মাকড়।

ভূরি ভূরি অর্থকড়ি

দামি দামি গাড়ী।

আঁধার ঘরের যাত্রী সবি

খাটিয়াতেই চড়ি।

 

নরম নরম তুলতুলে

অনেক দামি বিছানা।

কাদামাটি স্যাঁতসেঁতে

তাহাই শেষ ঠিকানা।

 

তবুও তোর এতো ঢং

নানান রকম

go_top