কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ। গ্রাম বাংলায় নানা উৎসব ও উপলক্ষকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বসে গ্রামীন মেলা। আর এসব মেলার বিনোদনের অন্যতম অনুষঙ্গ ছিল পুতুল নাচ। শহুরে জীবনের হাতছানিতে সবাই ব্যস্ত হয়ে পড়ায় আজকাল গ্রাম বাংলায়
যখন ছিলেনা তুমি
আকাশের নীলের মাঝে
খুঁজিনি নীলাঞ্জনা
খুঁজিনি সাগরের গভীরতা,
বর্ষা দিনে বৃষ্টির সাথে
হৃদয়ের ব্যকুলতা।
দেখিনি প্রকৃতির মাঝে
সবুজের সমারোহ,
উপলব্দি করিনি ভালোবাসার
মায়াবী মোহ।
যখন ছিলেনা তুমি
কবিতার মাঝে
ছিলো না এত ছন্দ,
জীবনটা ছিলো শুধু
নিরাশার মঞ্চ।
যখন ছিলেনা তুমি
আবেগে আপ্লুত পরশ
ছিলোনা জীবনে,
হাসনা হেনা সুগন্ধ বিলায়নি
হৃদয় কাননে।
যখন ছিলেনা তুমি
প্রেমের বীজ
অংকুরিত হয়নি
এলোমেলো হাওয়া ছিল
সাথে ঝিরঝির বৃষ্টি
চুলগুলো উড়ছিল
লাগছিল বেশ মিষ্টি।
পাতাগুলি দুলছিল
তার সাথে মন
হিম হিম আবেশে
কাটছিল ক্ষন।
গাছের ডালে পাখি নাচছিল
নেড়ে তার পুচ্ছ
তদ্দন্ডে পাশে নাই তুমি
যেন দুনিয়াটাই তুচ্ছ।
বৃষ্টি পড়ে পাতা ভিজে
যেনো যৌবনে ভরা যুবতি
ছুঁয়ে ছুঁয়ে ভিজাই মন
তার হাতে, হাত রাখার আকুতি।
ঝিরঝির বৃষ্টি ঝরে
গায়ে ছিল
প্রথম পর্ব- http://cholontika.com/2013/10/01/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80-%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6/#comment-14848
বিভিন্ন জেলার বিবরণ——-
চার্লস গ্রান্টের প্রতিবেদন রচনার প্রায় দশ বছর পর ১৮০১ সালে তৎকালীণ গভর্ণর জেনারেল লর্ড ওয়েলেসলী বাংলার বিভিন্ন জেলার জজ ও ম্যাজিস্ট্রেটদের কাছে নতুন রাজস্ব ও বিচার ব্যবস্থার ফলাফল জানতে চেয়ে এক প্রশ্নাবলি প্রেরণ করেন। প্রশ্নাবলির একটি অংশে