মামুুজান জেেনে যাও আসছি তোমার বাড়ি
করতে সাবাড় সবাই মিলে খেঁজুর রসের হাড়ি।
মামী যেনো মজার মজার তৈরী করে পিঠা
পেটটি পুরে খেয়ে যেনো বলতে পারি মিঠা।
পুকুর হতে ছোট বড় তাজা মাছ ধরে
ক্ষেতের তাজা শাকসব্জী রেখো রান্না করে।
সন্ধ্যে হলে লেপ কাঁথা গায়ে মুড়ি
Top today
কল্পনায় আজ কোথায় গিয়েছিলাম
জান?
আর্মস্টার্ডাম নেদারল্যান্ডের রুড গুলিট
এর দেশ সেই রুপকথার প্যালেসে।
আমরা দুজনে প্রাসাদের চারিদিকে
ঘুরে বেড়িয়েছি।
স্বপ্নসখা সেবার এই রোমন্টিক
অনুবাদ টা কি পড়া তোমার
আমি বললাম জান
কি মনে হচ্ছে এখন।
তুমি যেন ম্যাক্সিমিলিয়ান
ব্রিটিশ কাউন্ট আমি হেলেনা ট্র্যান্ট
জার্মান স্কুল শিক্ষয়েত্রী
স্বপ্ন সখা উপন্যাসের নায়ক নায়িকা।
এক ঘটনা