কিচ্ছুটি হয় না,
সারা রাতের ভাবনার জোড়া তালি, তাও ছিটেফোঁটা মন ভরে না
তেপান্তরের শরীর জুড়ে, মাঠে যেন সবুজের মোড়ক লেগেছে
আচমকা ঘুম ভাঙ্গে নিজের নন্দন পুরে।
সেই সুখ ছুঁয়ে দেখবার অবসর কই?
তবু এলো মেলো করিৎকর্মা সেজে, যায় যে বেলা দুপুর গরিয়ে
দিন ফুরিয়ে যায়