ভাববো কখন নিজেকে নিয়ে
সময় যে নেই হাতে ,
ভাবি শেফালী তোমায় নিয়ে
সময় হলে রাতে ।
ভাববো কখন নিজেকে নিয়ে
কর্ম থাকে হাতে ,
ফুঁড়িয়ে গেলে সব কর্ম
পারিনা নীরব হতে ।
ভাববো কখন তোমায় নিয়ে
কখন লিখবো গান,
কখন লিখবো প্রেমের কবিতা
রাখতে আমার মান ।
ভাববো কখন তোমায় নিয়ে