Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ভাববো কখন নিজেকে নিয়ে
সময় যে নেই হাতে ,
ভাবি শেফালী তোমায় নিয়ে
সময় হলে রাতে ।

ভাববো কখন নিজেকে নিয়ে
কর্ম থাকে হাতে ,
ফুঁড়িয়ে গেলে সব কর্ম
পারিনা নীরব হতে ।

ভাববো কখন  তোমায় নিয়ে
কখন লিখবো  গান,
কখন লিখবো প্রেমের কবিতা
রাখতে আমার মান ।

ভাববো কখন তোমায় নিয়ে

আজ রাতে ঘঁড়ির কাটা

ঠিক যখন টিক টিক ১২টা-

বিজয় উল্লাসে মুখরিত হবে

বিনম্র শহীদ মিনার প্রাঙ্গণটা।।

 

৭১রে রঞ্জিত হয়েছিল রক্ত নদ

চির সবুজ শ্যামল বাংলায়

এক মিনিট নীরবতায়

এসো সবাই শ্রদ্ধার সরে বীর মুক্তিযুদ্ধাকে

করবো স্মরণ এসো সবাই

ঠিক যখন টিক টিক ১২টা।।

 

প্রভাত রাঙ্গা ফুললের সৌরভ

শোকাহত লক্ষ কোটি

পতাকার মানে কি তা আমি কি করে বুঝবো, আমার সন্তানেরা কি করে বুঝবে! একেবারে যখন থেকে প্রথম স্কুলে যাওয়া শুরু করলাম, প্রতিদিন প্রাতঃকালীন সমাবেশে দাড়িয়ে জাতীয় সংগীত গাইতাম, “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”। ভালবাসির শেষ অংশে এসে যখন সুরটা

স্বপ্নচ্যূত
নুরুজ্জামান মাহ্‌দি

স্বপ্ন আমার মাঝে দানা বেঁধেছে নাকি আমি স্বপ্নের মাঝে ডুবে গেছি? প্রশ্নটা নিজেই নিজেকে করি। কোন সদুত্তর দিতে পারি না। কেননা আমি হঠাৎ করেই আবিষ্কার করি নিজেকে স্বপ্নের মাঝে হাবুডুবু খেতে। অসংখ্য স্বপ্নে আমি বুঁদ হয়ে থেকেছি মিনিটের পর

আমার প্রেমের তুমি জন্মদাতা
এ হৃদয় ভূমি চাষ করে বীজ করিছ বপন ;
সুখের স্বপ্ন নীরের তুমি নির্মাতা
শিশু প্রেম তরুকে স্বহস্তে করিছ কর্তন ।

মোর চরম অসহ্য লাগছে

ত্রাস লজ্জা আনমনা মোরে সর্বদা ঘিরিয়ে রাখত
তোমার প্রেম মন্ত্রে ভেঙ্গে হয়েছে চুর্মার ;
সংস্পর্শে তোমার লাজের

তখন ছিল রাত দুটা
ঘুমিয়ে পড়েছে সবাই
শুধু দীপালির চোখে ঘুম নেই।

বিছানা থেকে জানালা দিয়ে
আকাশের দিকে তাকিয়ে
দ্যাখে অপূর্ব বিশালাকায়
পূর্ণিমা চাঁদ জেগে রয়
সাদা মেঘরা চাঁদের পাশ দিয়ে
উড়ে উড়ে চলে যায়
মাঝে মাঝে মেঘেরা
চাঁদের আলো ঢেকে দ্যায়।

কিসের শব্দ?
একটি জীপ
খটমট খটমট
বুটের আওয়াজ
দরজায় লাথি
রাইফেল তাক
চেঁচিয়ে উঠে
“বান্ধ কারো

চিরকুট স্বপ্ন

                          নুরুজ্জামান মাহ্‌দি

 

সন্ধ্যাতারা নিভে গেছে
চলছে অচিন গন্তব্যের আয়োজন।
ঘুমন্ত নগরীতে জেগে আছে
শুধু এক স্বপ্ন।

স্বপ্ন দেখা স্বপ্ন দেখে
স্বপ্নে দেখি তারে।
কোন এক ভোরে
ঘুম হতে জেগে দেখি একি!
বালিশের পাশে লাল গোলাপ
আর এক চিরকুট ।

যদি তুমি বিশ্বাস কর
নিশ্চয়ই ভালবাসি।

আরও কতটা পথ হাটলে তুমি সঙ্গী করে নিবে আমায়
কত সাগর…………..
কতটা পাহাড়……….
কত মাইল…………..
কত ক্রোশ……………….
পাড়ি দিলে পথের সাথী হবো তোমার।
আরও কত অশ্রু ঝরলে আমায় তুমি বাসবে ভালো
আরও কত তপ্তরোদে পুড়ে গেলে তোমার আঁচলের নিচে পাবো আশ্রয়
আরও কত তেষ্টা পেলে প্রেমসুধা করতে দিবে

হায়রে চলন্তিকা,তোর ঘুম ভাংলো না এখনো ?

তোর সন্তানেরা এখনো গুটি খেলে

সকাল দুপুর সন্ধা কালে ?

দেশ দেশ করে কী হবে !

তোর সন্তারেরা কবি হবে ?

দেশ না হয় ছবিই রবে,

চিল শকুনে ছিড়ে খাবে,তাতে-

তোর ছেলেদের কীইবা আসে যাবে !

 

আমি নেই,আমি নেই

তোর এ হীনমন্ম্যতায়

যার যেমন ইচ্ছা সে চুপ করে থাক
আমি বাবা এসব চুপাচুপির মধ্যে নাই
বকবকিয়েই যাব আমি;
পাখিদের সাথে কিচির মিচির,
বিড়ালের সাথে মিয়াও মিয়াও
চিড়িৎ চিড়িৎ চড়ুইর সাথে
টম জেরীরে নিয়া হেরে গলা ছেড়ে দিয়ে
গাইবই আজ জোরে সোরে।

যার যেমন ইচ্ছা, কাটাক না সময় আলসেমীতে
আমি বাবা অলস

go_top