আমার বেশিরভাগ কবিতা বড় হয়। তাই অনেকে বলেন যে আমার কবিতা ভাল লাগে তাদের কিন্তু একটু বড়। এই কবিতাটাও বড়। কিন্তু পার্ট করে পোস্ট করলে ঠিকভাবে বুঝতে সমস্যা হবে। আরেকটা সমস্যা হতে পারে এভাবে লেখার কারণে। কিন্তু
Top today
বন্ধু আমার সোলাইমান
বলল আমি মুসলমান
জাকাত আমায় দিতে হবে
আমি ইসলামের পথে
আল্লাহর এই আদেশ মেনেই
আমি আল্লাহর সাথে।
সঙ্গে আমায় নিয়ে
এক মসজিদেরই পাশে
বলল আমায় এইখানে এক
ফেকা স্পেশালিষ্ট বসে।
অনেক খানিক অপেক্ষার পর
ফেকা স্পেশালিষ্ট এলো
বন্ধু আমার সালাম দিয়ে
কেমন আছেন জানল
ওয়ালাইকুম বললেন তিনি
গম্ভীর তার ভাবখানি
জানলেন তিনি কে
হরতাল হরতাল
লাগাতার হরতাল
নাই যার কোনো তাল
তাল বেতাল হরতাল।
হরতালে দেশটা
হয়ে গেল ধ্বংস
গিলে খাইল গোটাজাতী
রাজাকারের বংশ।
হরতালে জামাত শিবির
মারছে পুলিশ,পুড়ছে গাড়ী
তাই বলে কী রক্ষা পাবে না
মসজিদ-মন্দির আর
হিন্দু বাড়ি?
শাসক শ্রেনীর অত্যাচারে
মৃত প্রায় দেশটা
যা ছিল অবশিষ্ট
হরতালে শেষটা ।।
©শওকত আলী বেনু