Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বারান্দায় পড়ে থাকে শীতের রোদ

জানালার কাচে লেগে থাকে বাতাসের কুচি

ধুলোমাখা মন দরজা খোলেনা

আজ কিছু ভালো লাগে না

সে কি ভুলে গেছে

আবছা অন্ধাকারে কার ছায়া পড়ে

কার ভাবনা ভাবে মন

স্নাউতন্ত্রে বেজে ওঠে কার রিংটন

বিছানার চাদর ঝুলে গেছে

কারো স্পর্শের কাতর অপেক্ষায়

আলনায় রাখা কাপড় অগোছালো

ঘুমভাঙ্গা

আমার একটা আকাশ আছে
সুবিশাল আকাশ। বিস্তৃত পরিধি তার।
দিনরাত সেখানে
হাজারও পাখিরা খেলা করে।
তুমিও কি উড়বে আমার আকাশে?
তুমি চাইলেই আমি আমার আকাশটাকে লিখে দেব তোমার নামে।
তুমি উড়বে সেখানে ইচ্ছে মতন-
শুভ্র-সাদা মেঘেদের সাথে খেলবে লুকোচুরি,
আর নীলিমার বুকে
হাওয়ায় হাওয়ায় উড়াবে রঙিন ফানুস!
বিনিময়ে কিছুই দিতে

কারার ওই লৌহ কপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট
রক্ত জমাট পাষান পুরীর
ওরে ও তরু নিশান
ভাঙ্গা তর প্রলয় নিশান
………………………..
ওরে ও পাগলা ভোলা
..হা হা পায় যে হাসি
যত সব বন্ধী শালায় আগুন জালা
আগুন জালা
(নজরুল এর ভাঙ্গার গান কবিতা থেকে )

এই শিকল পরা ছল মোদের
এই

একটি মেয়ে পড়াশোনা করে, শিশু পালন করে, বাড়ির সবার ভালোমন্দ খেয়াল রাখে, শ্বসুর শাশুরীর যত্ন করে তারপর তার নাম হয় গৃহিণী ।এ তো বললাম শহুরে আধুনিক সমাজের কথা । যদি গ্রাম্য সমাজের কথা বলা হয় তবে সংসারের সব কাজ দেখার

মানুষ কত অসহায় বুঝতে চাও তো চক্ষু বন্ধ করো , দেখ তোমার পার্শ্বে কিছুই নেই । তুমি যেন অমাবশ্যার ঘোর নিশিতে ডুবে আছ । নিজেকে কি পরিচয় দিবে ? তুমি জন্তু ,মানুষ,উদ্ভিদ নাকি কোন বস্তু তাও সঠিক ঠাহর করতে পারবে

ভালবাসি তোমায় অনেক বেশি

যতটা না ভালবাসি নিজেকে।

কি দেবো তুলনা?

এর কাছে তুচ্ছ দেখায় নীলাকাশ কে।

বাতাসের সাথে যুদ্ধ আমার

তোমার নিঃশ্বাসে মিশবে আগে কে?

তোমার হাসির জন্য

আমি ক্ষণেক্ষণে বদলাই নিজেকে।

পৃথিবীর সব ফুল তোমার জন্যেই

আমি আপন করেছি কাঁটাকে।

সুর্যকে দিয়ে ফাঁকি

আমি আড়াল করেছি তোমাকে।

 

এতটাই ভালবাসি আমি

হিমেল বাতাস শেষের দিকে বসন্তকে ছোঁয়,
বাংলা মায়ের স্মরণ হলেই একুশ তারিখ ছোঁয়।
হিম বাতাসের দোলায় চড়ে বসন্ত বেলা আসে,
ভাইয়ের রক্ত ভেজা রাজপথেই ভাষা দিবস ভাসে।
বসন্ত জাগে ফুল বাগের ঘুম ভাঙ্গিয়ে,
একুশ জাগে বাংলা মায়ের ভাষা রাঙ্গিয়ে।
বসন্ত আনে পাখ-পাখালির মনের সুরে গান,
একুশ আনে

তুমি তো কিছুই দেখনা
হৃদয়ের যন্ত্রণা….আর কান্না
চোখে যে ঝরে অবিরত
হিরে মতি পান্না…..।

দেখেও কি কর না দেখার ভান
আমার প্রতি এহেন অবহেলা দেখে আমি মুগ্ধ
ভালবাসার রঙই তো তুমি চেন না
তাহলে তুমিতো আসলেই বর্ণান্ধ ।

থাক তুমি তোমার জায়গায় অটল
তোমাকে আর জ্বালাব না
বরং আমিই যাই

দাদুর গল্প

__________

জানিস    দাদু  ?

কেমন  ছিল    সেদিন   মোদের

কি  করে  বুঝাই  বল,

বৈশাখ   জৈষ্ঠের    রোদের   পর ই

নামতো    আষাঢ়ে   ঢল ।

ঢলের    পানি    নামতো   যখন

গভীর    নদীর    বুকে,

নদীর  যত   আষাঢ়ী    মাছ

মাঠে

এ কেমন উত্তাল করছে বুকের ভিতরে
সাগরের গর্জন শুনতে পাই কানে
দেখি সারা পৃথিবী পাংশু বর্ণে ছেয়ে গেছে,
চন্দ্রা আমি ভাবতে পারি না
আজ আর তুমি আমার পাশে নেই।
আজ ঐ হাত ধরে অন্য কেউ
চোখের সামনে দিয়ে চলে যাও দুজনে হাসতে হাসতে,
আমি নিজেকে ঠিক রাখতে

go_top