Top today
শান্ত ঘুঘুর স্বপ্ন
আমি লক্ষ শান্ত ঘুঘুর স্বপ্ন হতে চেয়েছিলাম।
তারা মেঘলা দিনে আনমনে ছাই রঙা মেঘের দিকে তাকিয়ে থাকে,
তারা স্বপ্নের জাল বুনে মেঘের ভাঁজে ভাঁজে,
তারা ছাই রঙা মেঘের ভাঁজে স্বপ্নে দেখা পৃথিবী খোঁজে।
আমি লক্ষ শান্ত ঘুঘুর স্বপ্ন হতে চেয়েছিলাম,
আমি ভেবেছি যেদিন আমি ঘুঘুর পায়ে বেঁধে দিতে পারব আমার স্বপ্ন
সেদিন তুমি আমার হবে
সেদিন সব স্বপ্ন পূর্ণ হবে,
বর্ষার মেঘলা ছাই রঙা আকাশে ভাসবে আমার স্বপ্ন,
বৃষ্টি হয়ে তোমার উপর ঝরবে আমার স্বপ্ন।
পুকুরের ধারের ঝরা হিজল ফুল স্রোতে ভাসাবে আমার স্বপ্ন।
জলের কণার কণায় কদম ফুলের ঘ্রাণ উড়াবে আমার স্বপ্ন।
৪১১৪, ঢাকা।