ডিসেম্বর মাস সমগ্র বাঙ্গালি জাতির বিজয় ও গৌরবের মাস । সকলের চিত্ত মহা আনন্দ উল্লাসে কাটে এ সাফল্যের মাসে । কেননা দীর্ঘ নয়টি মাস মরণ পণ রণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে লাখো লাখো বাঙ্গালি বীর সৈনিকেরা পাকিস্তানের জুলুম
Top today
যদি লিখে রাখি সেই ক্ষণ,সেই রক্ত ক্ষরণের দিনে
আমিও তো শুয়ে ছিলাম মাটির বিছানায়–
ঊর্ধ্ব বহু আকাশ আস্ফালনের প্রতিবাদী কণ্ঠ ছিল–
ভাষার রক্তে লেখা কবিতার ছিন্ন পত্র–
চেয়ে ছিলাম লিখে যেতে একটি রক্তাক্ষর শিলালেখ–
তারপর যদি কেটে যায় যুগ যুগান্তর
সেই শিলালেখের পিঠে কখনও এসে পড়ে তাপিত রোদ্দুর,
রাখল বালকেরা ধেনু মাঠে সেই ধূলি পথে যেতে