Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সম্ভাবনা আছে

নুরুজ্জামান মাহ্‌দি

দুলকি চালে চলছে সময়

সম্ভাবনা দেখছি না

 

দেখব কি ভাই সামনে তো আর

কোন কিছুই স্বচ্ছ না

 

সম্ভাবনা কড়া নাড়ে

দরজাটুকুই খুলছি না

 

পাশের ঘরে চেষ্টা করে

পাশ কাটিয়ে পগাড় পার

 

দুঃখ করে গুমড়ে মরে

কে হবে তার সহায় আর

 

ক্লান্ত শরীর এলিয়ে দেয়

বারান্দাতে এসে আমার

 

আমি

১।

ধরে রাখার জিনিস হলে
রাখতাম তারে ধরে
কাছে থাকার ইচ্ছে হলে
ছাড়তাম না তারে।
ইচ্ছে হলে ছুঁয়ে দিতাম
লজ্জাবতী লতারে,
বুক সাগরে ভেসে ভেসে
খেলতাম ডুব সাঁতারে;
উড়তে যদি ইচ্ছে হত
ডানা মেলতাম নীল অম্বরে।
যায় না ধরা, যায় না ছোঁয়া
থেমে সেতো থাকে না
সে আসে যায় নিজের মত
মনেতো কাউরে রাখে

বছর ঘুরে এলো আবার নুতন বছর,
শেষ হলো যে পুরানো সব আসর।
এসো সবাই নববর্ষকে করে বরণ,
ভুলে যাই অতীতের সব ক্রন্দন।
দুঃখ কষ্টকে ফেলে পশ্চাতে,
মিলে মিশে থাকি এক সাথে।
রইবো না আর অজ্ঞান,
অর্জন করব জ্ঞান।
নববর্ষের এই সূচনাক্ষণে,
অনুরোধ করি সর্বজনে।
যত্নবান হও সকল কাজে,
তবেই স্মরণীয় হবে

তোমার  জন্য  কাটিয়েছি  বিনিদ্র  রজনি

বছরের  পর   বছর ।

খুঁজেছি  তোমায়  জেগে  থাকা   উজ্জল   গ্রহ  নক্ষত্রে,

শত  সহস্র  তারকালোকে , ভেসে যা ওয়া  মেঘ  পুঞ্জে,

চকিত  বিদ্যুতের  বিচ্ছুরিত  আলোতে ।

ছুটে  গিয়েছি প্রোজ্জ্বলিত  চিতার  দাবানলে,

দাঁড়িয়েছি  সারিবদ্ধ  জানাজায়   মৃতের

কফিন  নিয়ে,দেখিনি তোমায়  কোথা

পুরনো দিন মরচে পড়া
হতাশার জলে ডুবে
অথই জলে বাঁচতে শেখা
স্রোতের প্রতিকুলে
ঠিকানাহীন পথের শিশু
জীবনের পথে ছুটে
স্বপ্ন দেখে ঘুমিয়ে যেত
আকাশের তারা গুনে।
আর অনেক গল্প আছে
পাহাড় সম কান্নায়
অনেক অনেক কষ্টমালা
অনেক স্মৃতির ভিড়ে
খুঁজতে গিয়ে হারিয়ে যাওয়া
মনের খেয়াল চিরে।
স্বপ্ন থাকুক স্বপ্ন বাঁচুক
হাজারও কষ্ট ভুলে
অই উঠেছে নতুন

‘কাইন্ডনেস গিভস বার্থ অফ দ্য কাইন্ডনেস’ , দয়া মানুষে মানুষে সঞ্চারিত হয় । দেশের মানুষ শান্তি চায়, দেশ এগিয়ে নিতে হবে। পরম করুনাময় খোদা তা’লা যেন আমাদের মাঝে দয়ার সঞ্চারন করে দেন, একের নিকট থেকে অন্যের মাঝে যেন দয়া সঞ্চারিত হয়ে

go_top