সম্ভাবনা আছে
নুরুজ্জামান মাহ্দি
দুলকি চালে চলছে সময়
সম্ভাবনা দেখছি না
দেখব কি ভাই সামনে তো আর
কোন কিছুই স্বচ্ছ না
সম্ভাবনা কড়া নাড়ে
দরজাটুকুই খুলছি না
পাশের ঘরে চেষ্টা করে
পাশ কাটিয়ে পগাড় পার
দুঃখ করে গুমড়ে মরে
কে হবে তার সহায় আর
ক্লান্ত শরীর এলিয়ে দেয়
বারান্দাতে এসে আমার
আমি