এয়ারপোর্ট রেল স্টেশনের আজগর এর বস্তিতে বসে আছে বিল্লু। এখান থেকে মেইন রোড একটু দূরে। ঘুটঘুটে অন্ধকার। মাঝে মধ্যে লাইট পোষ্ট আছে কিন্তু সেখানে লাইট নাই।
বস্তির ভেতরে ছোট্ট একটা কুপি জ্বলছে। কিছু ভালমতো দেখা যায় না। দূরে রাস্তায় বাস চলাচল
Top today
(উৎসর্গ : আজাদ ভাইকে, যার একটি ছবি দেখে আমার এই কবিতাটি নির্মাণ ।)
**************************************************************
আখের ক্ষেতে ঘর
বরই নড়বর
ফাঁকা তাঁর তল
ভরে আছে বর্ষার জল ।
দাঁ-এ চাঁছা বাঁশ
ছনের ক্ষেতের কাশ
এ-দুই তাঁরই অংশ
খেলেছি ক’জন মানব বংশ ।
কলা গাছের ভেলা
খেলেছি কতো খেলা
সেথায় তাতে যেতে হতো
কতবার যে…কতো……।
সে মাচায়