Top today
অতীত জাল বোনে
মনের বনে অতীত আজ বোনে জাল
হৃদয়ে উঠে বুঁদ বুঁদ সতত
অগ্রানে – বোশেখে নবান্নের গন্ধ জিবের জলে তুলে তরঙ্গ
…
কিষাণ কিষাণির বুক ভরে দেয় নির্মল আনন্দ
পাল তোলা ডিঙি, সালিয়া নদীর এপারের সাথে ওপারের
গাঁথে বিনে সুতোর মাল্য
কাস্তে হাতে কাটি ধানের গোছা
সোনা রঙ স্বপ্নেরা বিলায় সুখের বারতা
প্রশান্তির কোমল পরশ ছড়ায় প্রাণে
লাল রঙা ভাতের সাথে
কাঁচা লংকা আর শুঁটকির ভর্তা
তপ্ত দুপুর বেলা , এনে দেয় অমৃতের স্বাদ
সূর্য্যি মামা আনমনে বাড়ায় হাত
বলে , দাও না আমায় এক মুঠো ভাত ।।