মিসড কলে ব্যাক কলে
আসে যেই প্রেম,
সেই প্রেম বাঁচেনা
বেঁচে থাকে ফ্রেম।
অবশেষে ধোঁকা খেয়ে
হয় প্রেম শেষ
জীবন চলার পথে
রয়ে যায় রেষ।
আবেগের বর্ধনে
গাছতলায় থেকে যায়,
বিয়ে হলে সেই প্রেম
পাঁচতলায়ও বেঁকে যায়।
প্রেমে আজ আছে শুধু
শরীরের যৌনতা,
যে প্রেমে ছিল আগে
দেহ মনের মৌনতা।
প্রেম তাই দেয় এখন
কত জ্বালা যন্ত্রনা,
নিঃশেষ