এভাবে রাতের পর রাতকে আর কতো হত্যা করবো? রাতের হত্যাকারী হয়েও রাত আমার বিরুদ্ধে কোন প্রকার নালিশ করে না কোন আদালতে কেমন সয়ে যাওয়া রাত, হায় কী অপরিমেয় আত্মত্যাগ
তাই প্রতিদিন আমি রাতের কাছে দায়ী ও দোষী হয়ে বেঁচে থাকি, তবু রাতকে আঁকড়ে ধরে
প্রিয় চন্দ্রা কি আশ্চর্য,তোমাকে ভুলে বেশ আছি।তোমাকে নিয়ে আমার ছোটমানুষী ভাবনাগুলো আজ বড় হাসায় আমাকে।কত কি না ভেবেছি তোমাকে নিয়ে,সেগুলোই আজ আমাকে বড় বেশি বিস্মিত করে।কত আবেগ,কত উত্তেজনা,চোখ ফেটে কান্না,অবহেলা,রাগ-অভিমান;এতসব কোথায় গেল কিছুতেই ভেবে পাই না।এমনও মনে হয়েছে,তোমাকে ছাড়া আমার কিছুতেই