Top today
শেষ দেখা
আমি কখনো ভাবিনি
এটাই আমাদের শেষ দেখা
আমি তো ভেবেছিলাম
এই শেষ দেখার পরেও আবার আমাদের দেখা হবে
এটা হতে পারতো কোন কফি শপে
অথবা বাস স্টপে; ব্যস্ত রাস্তায়
যখন তুমি অনেক ভিড়ে গা বাঁচিয়ে চলার চেষ্টা করতে
আবার হতে পারতো পার্কের এই বেঞ্চিতে
যার আসে পাশে অসংখ্য ভবঘুরের দল
এতকিছু এড়িয়েও আমি তোমার চোখে চোখ রাখতাম
আমি তোমার হাত ধরতাম
তুমি হয়তো বিরক্ত হয়ে সরিয়ে দিতে
আমি তবুও ধরে থাকতাম।