Top today
পংক্তিমালা
তোমার না হয় মাটির শরীর আমার পোড়া তামা
নষ্ট সময় কষ্টে মেতে গায় কে সারে গা মা।
বুকের বনে বাবুই পাখি যতেœ বাসা বোনে
স্বপ্ন ভাঙে বৈরী খেলায় কার কথা কে শোনে।
দীঘিতে নেই পদ্ম-খেলা নিপূন ঢেউয়ের ভাঁজে
কোন আশাতে আলতা বানু লাল শাড়িতে সাজে।
বিবেক মাঠে কিশোরী রোদ নিঃসীমতায় ঘোরে
ভুলের তাপে বন্দি মনের ইচ্ছে গুলো পোড়ে।
আস্থা এবং নির্ভরতায় পড়শি বিকেল হাসে
বোকা বুনো ঘূণ পোকারা দ্বন্দ্ব-দ্বিধায় ভাসে।