Top today
প্রেম খেলা জমেছিল সে বেলা
দূরাকাশে তারা বাতি মিট মিট জ্বলেছিল
নাকি হেসে ছিল সে বেলা ।
ভালবাসা জেগে ছিল
সন্ধ্যা বাতি নিভেছিল
প্রেম প্রেম জমেছিল
সে বেলা।
গাঙ্গচিল উড়েছিল
নিচু মুখ করেছিল
পলকটা পড়েছিল
দৃশ্যটা দেখেছিল
সোনালী সূর্যের পরন্ত সে বেলা।
জোনাকির লুকোচুরি কেন যেন লাজ
জ্বলা-নেভা ভুলে গেল নিয়মিত কাজ ।
পুষ্পেরা ফুটেছিল
সৌরভ চারিপাশ
ভালবাসা জেগে ছিল
মোহনায় মেতেছিল
কী পুলকিত উচ্ছ্বাস।
ভাল বাসা জেগে ছিল
প্রেম খেলা জমেছিল
সে বেলা।