Top today
তোমায় নিয়ে স্বপ্ন
স্বপ্ন আমি দেখেছিলাম বাধব সুখের ঘর,
থাকব দু’জন মিলে সারাজীবন বর।
তোমায় আমি অনেক ভালবাসি,
তাইতো তোমায় দেখতে ছুটে আসি।
তুমি আমায় অনেক ভালবাসো,
তাইতো তুমিও আমার কাছে আসো।
তুমি ছাড়া মন আমার থাকে না হাসি খুশি,
তাইতো থাকতে চাই তোমার পাশাপাশি।
তুমি যখন হাসো!
লাগে অনেক ভালো।
তাইতো তোমার মুখের হাসি,
বারবার দেখতে ছুটে আসি।
তুমি যখন আমায় স্পর্শ কর!
মন আমার হয় শান্তি।
তুমি যখন আমার হাতটি ধর!
দূর হয়ে যায় জীবনের সব কান্তি।
যখন তুমি থাক দূরে!
মন যে আমার হাহাকার করে।