Top today
সেদিন আকাশে চাঁদ ছিল
সেদিন আকাশে চাঁদ ছিল
পূর্ণিমা রাত ছিল
মন শুধু ভাবছিল
সে ভাবনায় আসছিল
তোমার মুখ ভাসছিল
তোমার ঠোঁট হাসছিল
তোমার চোখ পেতেছিল
হৃদয় প্রভা গেঁথেছিল
আলোর খেলায় মেতেছিল
আমার হৃদয় পেয়েছিল
যে না পাওয়া চেয়েছিল
তোমার রুপ সব দিয়েছিল
চাঁদনী আমার হয়েছিল
চাঁদনী আমায় বলেছিল
প্রেমের মতই চলেছিল
অমর হতেই এসেছিল
আমার মনে মিশেছিল
তোমার রুপ হেসেছিল
লক্ষীপেঁচা দেখছিল
সেদিন আকাশে চাঁদ ছিল।
২৩.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।