আমার প্রেমের তুমি জন্মদাতা
এ হৃদয় ভূমি চাষ করে বীজ করিছ বপন ;
সুখের স্বপ্ন নীরের তুমি নির্মাতা
শিশু প্রেম তরুকে স্বহস্তে করিছ কর্তন ।
মোর চরম অসহ্য লাগছে
ত্রাস লজ্জা আনমনা মোরে সর্বদা ঘিরিয়ে রাখত
তোমার প্রেম মন্ত্রে ভেঙ্গে হয়েছে চুর্মার ;
সংস্পর্শে তোমার লাজের