-বাবা আমাকে একটা হাঁস ধরে দাও না?আমার হাঁস ছুতে বেশ ইচ্ছে করছে।
সুশীল পুকুরে নেমে চুপিচুপি হাঁসের পেছনে ছুটল।হাঁসগুলো বেশ চালাক।ধরার আগে নাগালের বাইরে চলে গেছে।কিন্তু তাকে যে হাঁস ধরতেই হবে।আজ মেয়ের বিয়ে,মেয়ে হাঁস ছুতে চেয়েছে,হাঁস না ধরে কিছুতেই পুকুর হতে
Top today
জীবন বিচিত্রমুখী
যেন বয়ে চলা নদী
তবুও শেওলা জমে জীবনের ধারে
স্বচ্ছ জলধারা বহে না নিরবধি।
মুখে জড়ায়ে কখনো জীবন
বর্ণিল আনন্দে বয়ে চলে জীবনের চাকা।
জীবন দুঃখ, ব্যাথাময়
ছন্দ হারিয়ে এলোমেলো হৃদয়ের প্রান্তরে
স্বপ্নরা ঘর বাঁধে
কোন এক দুঃস্বপ্নের ঘুমঘোরে।
জীবন নিষ্ঠুর, নির্মম, রূঢ় স্বার্থন্বেষী
তবুও জীবন নিয়ে পথচলা
সকল হিসাব