জায়েজ- নাজায়েজের প্রভেদ ভুলে
বেশ্যার ঘরে খুঁজো জৈবিক চাহিদা।
বিনা সংকোচে যার তার দরবারে
উপটৌকন পেশ কর আপন আকিদা।
শয়তানের দরবারে মানবকল্যাণ
কে করিবে এমন বিশ্বাস?
শয়তানের ফুঁ’তে মঙ্গল কামনা
কার কাছে মূল্য আছে এমন আশ্বাস?
গোয়ালা গাভী পুষে দুধের আশায়;
গোবর হয় কি কখনও মুখ্য?
ওলানবিহীন যে গরু
তার কাছে