সাহিত্য ব্লগিংয়ের ক্ষেত্রে চলন্তিকা ব্লগটি ভালো সাড়া ফেললেও গত কিছুদিন যাবৎ এই ব্লগটির মন্তব্য দেওয়ার অপসনটি সম্পূর্ন বন্ধ হয়ে আছে । আমরা সবাই এ ব্যপারে এ্যাডমিনকে সচেতন করতে চাইলেও তারা কোন পদক্ষেপই নিচ্ছে না বা কোন প্রকার ঘোষনাও দিচ্ছেনা ।
Top today
হঠাৎই সেদিন
এসেছিলো সুদিন
জানালে আমন্ত্রন
মনে বাড়ে উত্তেজন
নিমন্ত্রণ কফি শপে
ভাল লাগায় বুক কাঁপে
দাঁড়িয়ে অপেক্ষা
বাড়ে দেখার আকাঙ্ক্ষা
দুর থেকে
চোখ রেখে
আছো দাঁড়িয়ে
দুহাত বাড়িয়ে
প্রতিক্ষার অবসান
দৃষ্টি উজ্জল শোভমান
দুজন রিক্সা নিয়ে
দেখি চারপাশ চেয়ে
থামলো শপের সামনে
আনন্দ উড়ে পবনে
পরিবেশ মনোরম
কৃত্রিম ঝরণা ঝমঝম
ভিতরটা আলো আঁধারি
সামনে মুখটি ভাসে তারই
খুশির এই ক্ষণটি
হিল্লোলিত মনটি
কথা