তোমাকে যেতেই হবে
পল্লী গাঁয়ে
একবার নয় দুইবার নয়
যেতে হবে বারবার।।
পল্লীর সুনীল আকাশে
সে যে কি মায়া
সে যে কি মেঘের খেলা
যদি তুমি যেতে
তবে দেখতে প্রাণ খুলে।।
তোমাকে যেতেই হবে
পল্লী গাঁয়ে
একবার নয় দুইবার নয়
যেতে হবে বারবার।।
খালে বিলে, আনাচে কানাচে