আচ্ছা বিথি , আমি ছেলেটিকে চিনি না কেন ?
চিনবে কেমন করে ধনীর দুলালী ? তুমি যে বাবার একমাত্র ননীর পুতুল তাই তো স্কুলে আসতেই দেয়না । বাসায় টিউটর রেখে দিয়েছে এমন কপাল ক জনের হয় ?
ঠিক বলেছিস , তবে শুনে
Top today
আদর করে বুকে টেনে নিয়েছে রাতের নিঃসঙ্গতা।
দিয়েছে আমাকে তার নিরংকুশ অধিকার।
নিস্তব্ধতার চাদর পুরোটা জড়িয়ে দিয়েছে।
আমাকে চিরসঙ্গি করবার অঙ্গিকার।
মৌন মিছিলের নেতৃত্ব তুলে দিয়েছে কাঁধে।
আমাকে করেছে আমৃত্যু ওয়ারিশ।
দৃষ্টির সীমাতে এঁকে দিয়েছে কালো দেয়াল।
রঙের প্রবেশাধিকার করেছে খারিজ।
আমায় করেছে নিরবতার বোবা প্রতিনিধি
চোখের আয়নাতে ঝাপসা