নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে যে অভ্যর্থনা পেয়েছিলাম
তুমি কাছে নেই বলে অক্টোবরের সকাল বেশ লাগছে আজ
প্রসবোত্তর এক শিশুর মতোন বড় পবিত্র মনে হচ্ছে__
লিফ্ট থেকে বের হওয়া এক নির্জন মানবীর দৃশ্যের মতোন মনে হচ্ছে।
রাতের আঁধারে আলগোছে বস্ত্রাবরণ খুললে যে শাঁস